পশ্চিম এশিয়ার সংকটের মূল কারণ মার্কিন যুক্তরাষ্ট্র: নেবেনজিয়া
https://parstoday.ir/bn/news/world-i146074-পশ্চিম_এশিয়ার_সংকটের_মূল_কারণ_মার্কিন_যুক্তরাষ্ট্র_নেবেনজিয়া
পার্সটুডে- জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি জোর দিয়ে বলেছেন যে পশ্চিম এশিয়ায় বর্তমানে নজিরবিহীন ও ক্রমবর্ধমান যে সংকট দেখা দিয়েছে তা আমেরিকার বিপর্যয়মূলক নীতিরই ফল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৮, ২০২৫ ১৬:৫০ Asia/Dhaka
  • • জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি \\\
    • জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি \\\"ভ্যাসিলি নেবেনজিয়া\\\"

পার্সটুডে- জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি জোর দিয়ে বলেছেন যে পশ্চিম এশিয়ায় বর্তমানে নজিরবিহীন ও ক্রমবর্ধমান যে সংকট দেখা দিয়েছে তা আমেরিকার বিপর্যয়মূলক নীতিরই ফল।

 জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি "ভ্যাসিলি নেবেনজিয়া" বলেছেন যে পশ্চিম এশিয়ার সঙ্কটগুলো ইসরাইলি শাসকদের অভূতপূর্ব সামরিক অভিযানের ফসল, যার পেছনে ওয়াশিংটনের নিঃশর্ত সামরিক সমর্থন ছিল।

এই সিনিয়র রুশ কূটনীতিক আরো বলেছেন: "মার্কিন যুক্তরাষ্ট্রের বিপর্যয়মূলক নীতি মারাত্মক সংকটময় পরিস্থিতি সৃষ্টি করা ছাড়া আর কিছুই বয়ে আনেনি যা কিনা সমগ্র পশ্চিম এশীয় অঞ্চলকে কঠিন সংঘাতের মধ্যে ঠেলে দিয়েছে।  

একইভাবে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র বেনিয়ামিন নেতানিয়াহুকে অস্ত্র পাঠিয়ে গাজায় গণহত্যা ও অপরাধযজ্ঞে অংশ নিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক সহায়তায় ইসরাইল গাজায় ১৫ মাস ধরে গণহত্যা চালিয়েছে। ইসরাইলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ন্যায়বিচারের সমর্থকদের ব্যাপক প্রতিবাদের সম্মুখীন হয়েছে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।