পৃথিবীতে কতটি পারমাণবিক ওয়ারহেড আছে?
https://parstoday.ir/bn/news/world-i146212-পৃথিবীতে_কতটি_পারমাণবিক_ওয়ারহেড_আছে
পার্সটুডে- জেনেভায় জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি এই সংস্থার ২০২৫ সালের নিরস্ত্রীকরণ সম্মেলনের সভায় বক্তৃতা দিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ২২, ২০২৫ ১৮:২৩ Asia/Dhaka
  • পৃথিবীতে কতটি পারমাণবিক ওয়ারহেড আছে?
    পৃথিবীতে কতটি পারমাণবিক ওয়ারহেড আছে?

পার্সটুডে- জেনেভায় জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি এই সংস্থার ২০২৫ সালের নিরস্ত্রীকরণ সম্মেলনের সভায় বক্তৃতা দিয়েছেন।

নিরস্ত্রীকরণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের বৈঠকে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আলী বাহরাইনি ২০২৫ সালের নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলনের একই সময়ে বিশ্বে নজিরবিহীন অস্ত্র প্রতিযোগিতা বিশেষ করে পারমাণবিক ক্ষেত্রে এই প্রতিযোগিতা এবং এই অস্ত্র ব্যবহার করার হুমকির ব্যাপারে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আরো বলেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং বিশ্বে টেকসই শান্তি ও নিরাপত্তা সৃষ্টিতে অর্থ বরাদ্দ করা উচিত কিন্তু সেখানে এসবের পরিবর্তে পরমাণু অস্ত্র রক্ষণাবেক্ষণ ও উৎপাদনে এবং যুদ্ধে অর্থ ব্যয় করা হচ্ছে। পার্সটুডে জানিয়েছে, বাহরাইনি যোগ করেছে: "দুর্ভাগ্যবশত, পারমাণবিক অস্ত্রধর দেশগুলো পারমাণবিক অস্ত্র উৎপাদন ও বিস্তাররোধ সংক্রান্ত (এনপিটি) চুক্তি অনুযায়ী পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে তাদের প্রতিশ্রুতিতো পূরণ করেনি বরং তারা তাদের পারমাণবিক অস্ত্রাগারগুলোকে আধুনিকীকরণ করার চেষ্টা করছে।"

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি বলেছেন: বিশ্বে প্রায় ১২০০০ পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যার মধ্যে প্রায় ৩৮৮০ টি পারমাণবিক ওয়ারহেড সক্রিয় রয়েছে এবং পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো বিশেষ করে ন্যাটো সদস্য দেশগুলো পরমাণু ক্ষেত্রে তাদের বাধ্যবাধকতা মেনে চলছে না।

পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব পারমাণবিক যুদ্ধের জন্য সতর্কবার্তা এবং এটা মানুষের জীবন ও নিরাপত্তার জন্য বিরাট হুমকি উল্লেখ করে ইরানের রাষ্ট্রদূত আরো বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদার করার জন্য পারমাণবিক নিরস্ত্রীকরণ অত্যন্ত জরুরি।

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি জোর দিয়ে বলেছেন: যতদিন পারমাণবিক অস্ত্র বিদ্যমান থাকবে, ততদিন এই ধরনের অস্ত্র ব্যবহারের আশঙ্কা অব্যাহত থাকবে। তাই পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান অগ্রাধিকারে থাকা উচিত। বিশেষ করে নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলনে এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত।

তিনি স্পষ্ট করে বলেছেন: ইসরাইল সরকারের অবৈধ পারমাণবিক কার্যক্রম এবং পারমাণবিক অস্ত্রের মজুদের কারণে এখন পর্যন্ত পশ্চিম এশীয় অঞ্চল পারমাণবিক অস্ত্র ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্রমুক্ত হয়নি। ইসরাইল পারমাণবিক অস্ত্র এবং অন্যান্য গণবিধ্বংসী অস্ত্রের অধিকারী হওয়ায় এবং তারা পরমাণু নিরস্ত্রিকরণে আন্তর্জাতিক প্রচেষ্টা থেকে দূরে থাকায় এনটিপির লক্ষ্য বাস্তবায়ন  অসম্ভব হয়ে পড়েছে।

ইরানের প্রতিনিধি বাহরাইন বলেছেন, ইরান চায় আন্তর্জাতিক সম্প্রদায় এনপিটির সদস্য হতে ইসরাইলকে বাধ্য করুক যাতে ইসরাইলের সমস্ত পারমাণবিক কার্যক্রমকে আন্তর্জাতিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হয়। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।