রাশিয়া একটি হুমকি: ম্যাকরোন / ম্যাকরোন নেই হয়ে যাবে: রাশিয়া
(last modified Thu, 06 Mar 2025 10:49:23 GMT )
মার্চ ০৬, ২০২৫ ১৬:৪৯ Asia/Dhaka
  • ম্যাকরোন নেই হয়ে যাবে: রাশিয়া
    ম্যাকরোন নেই হয়ে যাবে: রাশিয়া

পার্সটুডে - ফরাসি প্রেসিডেন্ট রাশিয়াকে প্রকৃত হুমকি বলে অভিহিত করেছেন। বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোন রাশিয়াকে ফ্রান্স এবং ইউরোপের জন্য হুমকি বলে অভিহিত করে বলেছেন যে একটি "নয়া যুগের" সূচনা হয়েছে। পার্সটুডে অনুসারে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোন ইউরোপের প্রতি আমেরিকার সমর্থন প্রত্যাহারের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে রাশিয়ার আগ্রাসন "উইদাউট বর্ডার" বলে দাবি করেছেন। তিনি আরও বলেছেন যে প্যারিস ইউরোপীয় অংশীদারদের কাছে তার পারমাণবিক শক্তি ছড়িয়ে দিতে প্রস্তুত।

২০২৭ সালের আগেই ম্যাকরোন নেই হয়ে যাবেন: মেদভেদেভ

এই প্রসঙ্গে, রাশিয়ান জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম "এক্স"-এ লিখেছেন: "কিন্তু ম্যাকরোন কোনও বড় হুমকি নন।" তিনি ১৪ মে, ২০২৭ সালের আগে চিরতরে নেই হয়ে যাবেন এবং তার জন্য কেউ আফসোস করবে না।

ব্রিটেন ও ফ্রান্স ইউক্রেন শান্তি পরিকল্পনা চূড়ান্ত করতে চাইছে

অন্যদিকে, ইউরোপীয় কূটনীতিকরা ঘোষণা করেছেন যে ব্রিটেন এবং ফ্রান্স আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেন শান্তি পরিকল্পনা চূড়ান্ত করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করার পরিকল্পনা করছে। বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চপদস্থ ইউরোপীয় কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, "আমরা আগামী দিনে এই পরিকল্পনা চূড়ান্ত করার চেষ্টা করছি।" নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন ইউরোপীয় কূটনীতিক বলেছেন যে ওয়াশিংটন এবং কিয়েভের মধ্যে একটি গঠমূলক সংলাপসহ সমস্ত বিষয় পরিকল্পনা করা হয়েছে।  

জেলেনস্কি লন্ডন এবং ওয়াশিংটনের চাপের মধ্যে ছিলেন: জাখারোভা

এদিকে, বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন: "ইউক্রেনের সাথে বর্তমানে কোনও সুনির্দিষ্ট আলোচনা নেই।" তার মতে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিই ২০২২ সালে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে কিয়েভকে আলোচনা করা থেকে আইনত নিষিদ্ধ করেছিলেন।

ইউরোপীয়দের এ আচরণের কারণ তারা ভয়ে আছে: রাজনৈতিক বিশেষজ্ঞ

ইউক্রেন নিয়ে ইউরোপ ও মার্কিন নেতাদের মধ্যে দ্বন্দ্ব এমন এক সময় প্রকট হয়েছে যখন রাজনৈতিক বিশেষজ্ঞ ইমাদ আবশেনাস গত সপ্তাহে বলেছিলেন: "ইউরোপীয় রাজনীতিবিদদের আচরণ, কথাবার্তা থেকে বোঝা যায় তারা ভয় ও আতঙ্কে আছে এবং তারা মনে করে যে আমেরিকা ও রাশিয়া তাদের সাথে চুক্তি করছে।" তিনি আরও বলেন: "আমি বিশ্বাস করি যে যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধের জন্য শান্তির শর্তাবলী দিয়েছেন, তবুও ইউরোপীয়দের জন্য রাশিয়ার সাথে যোগাযোগ করা আরও ভালো হতে পারে, অন্যথায় তারা ভারী অর্থনৈতিক আঘাতের সম্মুখীন হবে।"#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।