আইনের শাসন ছাড়া তুরস্ক ইইউতে যুক্ত হতে পারবে না: জার্মানি
(last modified Wed, 26 Mar 2025 11:03:49 GMT )
মার্চ ২৬, ২০২৫ ১৭:০৩ Asia/Dhaka
  •  আইনের শাসন ছাড়া তুরস্ক ইইউতে যুক্ত হতে পারবে না: জার্মানি

পার্সটুডে - জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক তুরস্কের সাম্প্রতিক ঘটনাবলীর কথা উল্লেখ করে এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন: আইনের শাসন ছাড়া আঙ্কারা ইউরোপীয় ইউনিয়নে যোগদান করতে পারবে না।

তুরস্কের ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তারের কয়েকদিন পর, বেয়ারবুক এই ঘটনার প্রতিক্রিয়ায় তার এক্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি বার্তায় লিখেছেন: একরেম ইমামোগলু এবং অন্যদের বিরুদ্ধে আঙ্কারা সরকারের পদক্ষেপের কারণে ইউরোপীয় ইউনিয়নে সদস্যপদ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার তুরস্কের প্রতিশ্রুতি ক্রমশ অযৌক্তিক বলে মনে হচ্ছে। ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের কারাদণ্ড দেওয়া উচিত নয় বা আদালতে পাঠানো উচিত নয় উল্লেখ করে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে "যে দেশ ইউরোপে তার ভবিষ্যত দেখে, সেখানে আইনের শাসন প্রয়োগ করতে হবে।"

বেয়ারবক আঙ্কারার সাথে ইউরোপীয় ইউনিয়নের যৌথ সহযোগিতাকে তুরস্কের গত শতাব্দীতে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার পথ অব্যাহত রাখার উপর নির্ভরশীল উল্লেখ করে বলেছেন, "এই সহযোগিতার ধারাবাহিকতা বিশেষ করে বর্তমান যুগে যখন বিশ্ব একটি অস্থির ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে রয়েছে সে অবস্থায় একটি গণতান্ত্রিক তুরস্ক এবং এই দেশে আইনের শাসন প্রয়োজন এবং দেশটিতে অবশ্যই একটি শক্তিশালী নাগরিক সমাজ থাকতে হবে।"

ইস্তাম্বুলের মেয়র এবং তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোগানের তার প্রধান প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের পর বুধবার রাতে তুরস্ক জুড়ে বিক্ষোভ শুরু হয়।

রিপাবলিকান পিপলস পার্টি অফ তার্কিয়ে ইমামোগলুর গ্রেপ্তারের নিন্দা জানিয়ে এটিকে একটি রাজনৈতিক পদক্ষেপ বলে অভিহিত করেছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।