ইয়েমেন পিছু হটবে না: ওয়াশিংটনের ভুল স্বীকার করে নিউজউইকের প্রতিবেদন
(last modified Wed, 16 Apr 2025 09:33:20 GMT )
এপ্রিল ১৬, ২০২৫ ১৫:৩৩ Asia/Dhaka
  •  ইয়েমেন পিছু হটবে না: ওয়াশিংটনের ভুল স্বীকার করে নিউজউইকের প্রতিবেদন

একটি মার্কিন সংবাদপত্র এক নিবন্ধে ইয়েমেনে মার্কিন আগ্রাসনের ব্যর্থতা স্বীকার করেছে।

পার্সটুডের মতে,আমেরিকার সংবাদপত্রটি একটি প্রতিবেদনে স্বীকার করেছে যে,প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে মার্কিন বিমান আক্রমণ শুরু হওয়ার এক মাস পেরিয়ে গেলেও ইয়েমেনি সেনাবাহিনী ওয়াশিংটনের আক্রমণ বন্ধ করার প্রচেষ্টাকে অমান্য করে চলেছে এবং ইসরাইল এবং লোহিত সাগরে জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে।"

মার্কিন সামরিক বাহিনী এক মাস আগে ১৫ মার্চ ইয়েমেনের বিরুদ্ধে আক্রমণাত্মক আক্রমণ শুরু করে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার কর্তৃক সংগৃহীত ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রাপ্ত তথ্য উদ্ধৃত করে নিউজউইক লিখেছে যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান এবং সেইসঙ্গে বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন যেটি ১০ এপ্রিল হ্যারি এস. ট্রুম্যানের সঙ্গে যোগ দিয়েছিল সেখান থেকে ইয়েমেনের বিভিন্ন অবকাঠামোগুলোতে প্রতিদিন কয়েক ডজন বিমান হামলা চালিয়ে আসছে।

প্রতিবেদনে স্বীকার করা হয়েছে যে, এসব হামলায় ইয়েমেনে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও আনসারুল্লাহ বাহিনীর মধ্যে  পিছু হটার খুব কম লক্ষণ দেখা যাচ্ছে।" নিউজউইক আরও লিখেছে,  'গত রোববারসহ  সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনিরা তেল আবিব এবং ইসরাইলের অধিকৃত অঞ্চলে অসংখ্য সফল ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করেছে'। #

পার্সটুডে/বাবুল আখতার/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।