নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রিসভার প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন বন্ধ করা উচিত: স্যান্ডার্স
https://parstoday.ir/bn/news/world-i150064
পার্সটুডে-মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্মন্টের স্বতন্ত্র সিনেটর এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ২৬, ২০২৫ ১৪:৫৪ Asia/Dhaka
  • আমেরিকার ভার্মন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স
    আমেরিকার ভার্মন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স

পার্সটুডে-মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্মন্টের স্বতন্ত্র সিনেটর এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

পার্সটুডে ইরনার বরাত দিয়ে আরও জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স বুধবার গার্ডিয়ান সংবাদপত্রের সাথে এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন: এখন সময় এসেছে বেনিয়ামিন নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রিসভার প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন বন্ধ করার, যারা গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে তাদের অনাহারে মারছে।তিনি এর আগে এক বিবৃতিতে জোর দিয়ে বলেছিলেন: ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বেনিয়ামিন নেতানিয়াহুর অনাহারে ‘দুর্ভিক্ষ যুদ্ধে’র প্রতি ওয়াশিংটনের সমর্থন একটি ভয়াবহ বিষয়।মার্কিন এই সিনেটর আরও বলেন: ইসরাইলকে সব ধরনের মার্কিন সামরিক সহায়তা বন্ধ করা জরুরি।দখলদার ইসরাইলের সাথে মার্কিন সম্পর্ক বিষয়ে সিনেটের শুনানিতে স্যান্ডার্স এর আগে বলেছিলেন: "গাজায় যে সমস্ত মৃত্যু এবং দুর্ভোগ ঘটছে তাতে আমরা অংশীদার।"#

পার্সটুডে/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।