১০ ঘটনা, ১০ ছবি: প্রতিবাদ, শোক, শিল্প আর মানবতার গল্প
https://parstoday.ir/bn/news/world-i151330-১০_ঘটনা_১০_ছবি_প্রতিবাদ_শোক_শিল্প_আর_মানবতার_গল্প
পার্সটুডে : বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিদিন নানা ঘটনা ঘটে, যা শুধু সংবাদেই নয়, ছবির মাধ্যমেও প্রভাব ফেলে পাঠকের মনে। সাম্প্রতিক সময়ে বিশ্ব গণমাধ্যমের দৃষ্টি কাড়তে সক্ষম এমন দশটি গুরুত্বপূর্ণ ঘটনার কিছু মুহূর্ত এখানে ছবির মাধ্যমে তুলে ধরা হলো।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ২১, ২০২৫ ১৮:২৮ Asia/Dhaka
  • গার্ডিয়ান: মেক্সিকো সিটিতে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভে রঙ ছিটানো ঢালের আড়াল থেকে তাকিয়ে আছে এক পুলিশ কর্মকর্তা।
    গার্ডিয়ান: মেক্সিকো সিটিতে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভে রঙ ছিটানো ঢালের আড়াল থেকে তাকিয়ে আছে এক পুলিশ কর্মকর্তা।

পার্সটুডে : বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিদিন নানা ঘটনা ঘটে, যা শুধু সংবাদেই নয়, ছবির মাধ্যমেও প্রভাব ফেলে পাঠকের মনে। সাম্প্রতিক সময়ে বিশ্ব গণমাধ্যমের দৃষ্টি কাড়তে সক্ষম এমন দশটি গুরুত্বপূর্ণ ঘটনার কিছু মুহূর্ত এখানে ছবির মাধ্যমে তুলে ধরা হলো।

ইরনা: ইরানের ইসফাহানে চিত্রকলা ও নকশাশিল্পের খ্যাতিমান শিল্পী মাহমুদ ফারশচিয়ান-এর জানাজা অনুষ্ঠিত।
মেহর নিউজ: তেহরানের তালার-এ-ওহদাতে সিম্ফোনি অর্কেস্ট্রার কনসার্ট। সেখানে পরিবেশিত হয় “নামিরা” সঙ্গীত, যা কারবালার ঐতিহাসিক ঘটনার— ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের কাহিনি বর্ণনা করে।
দ্য গার্ডিয়ান: ব্রিটেনের ওয়েস্টমিনস্টার আদালতের সামনে Kneecap র‌্যাপ ব্যান্ডের সদস্য লিয়াম ওগ ও’হেনাইড-এর এক সমর্থক ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করছেন।
দ্য গার্ডিয়ান: পাকিস্তানে ভয়াবহ বন্যা: এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে বন্যার পানির ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছেন।
শিনহুয়া: দক্ষিণ-পশ্চিম চীনের প্রাচীন শহর লাসায় তিব্বতের প্রবীণরা বিশ্রাম নিচ্ছেন। এদিকে এক পর্যটক ঐতিহ্যবাহী তিব্বতি পোশাক পরে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন।
দ্য গার্ডিয়ান: গাজায় এক পরিবার তাদের আত্মীয়দের জন্য শোক প্রকাশ করছে, যারা ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন।
দ্য গার্ডিয়ান: ফিলিপাইনে টানা দুই সপ্তাহের মৌসুমি বৃষ্টিপাতের পর প্লাবিত এলাকা পরিষ্কার করছেন এক শ্রমিক।
দ্য গার্ডিয়ান: চীনের হুয়াংশি-ঝি গিরিখাতের ১০০০ মিটার উপরে অনুষ্ঠিত “স্ল্যাকলাইন কিং” প্রতিযোগিতার ফাইনালে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন এক প্রতিযোগী।
ইরনা: ইরানের হামাদান শহরে হৃদযন্ত্রের অপারেশন চলছে। পশ্চিম ইরানের সার্জারির প্রধান কেন্দ্র হিসেবে হামাদান সুপরিচিত।

পার্সটুডে/এমএআর/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।