হলিউডের 'ওয়ারফেয়ার ২০২৫' চলচ্চিত্রে মার্কিন সৈন্যদের নায়কোচিত উপস্থাপন
পার্সটুডে : অ্যালেক্স গারল্যান্ড ও রে মেনডোজা নির্মিত হলিউডের চলচ্চিত্র 'ওয়ারফেয়ার ২০২৫' (Warfare 2025) প্রথম দর্শনে একটি রোমাঞ্চকর ও বাস্তবধর্মী যুদ্ধভিত্তিক চলচ্চিত্র বলে মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে এটি মার্কিন সৈন্যদের ইতিবাচক চিত্র তুলে ধরার জন্য প্রোপাগান্ডা হিসেবে কাজ করছে।
এই ছবির অন্যতম পরিচালক 'রে মেনডোজা' নিজে একসময় মার্কিন নৌবাহিনীর সদস্য ছিলেন এবং চলচ্চিত্রটি মূলত তাঁর বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে ইরাক যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত। এ কারণে চলচ্চিত্রে সচেতন বা অবচেতনভাবে মার্কিন সৈন্যদের নায়কোচিত ও ত্যাগী হিসেবে উপস্থাপনের প্রবণতা দেখা যায়।
সিনেমার কাহিনিতে দেখা যায়, ইরাকের রামাদি যুদ্ধের উত্তেজনাকর মুহূর্তে মার্কিন বিশেষ বাহিনীর একটি দলকে একটি বাড়ি দখল করে গোয়েন্দা অভিযানের দায়িত্ব দেওয়া হয়। বাড়ির উপরের তলায় তারা স্থানীয় এক পরিবারের মুখোমুখি হয় এবং শান্তি বজায় রাখার চেষ্টা করে। কিন্তু প্রতিপক্ষের আক্রমণ তীব্র হয়ে ওঠায় সেই মিশন রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
বাহ্যিকভাবে 'ওয়ারফেয়ার' একটি বাস্তবসম্মত ও প্রোপাগান্ডা-বিরোধী ছবি মনে হলেও গভীরভাবে এটি এমন বার্তা বহন করে যা যুদ্ধ সম্পর্কে আমেরিকার সরকারি বর্ণনাকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। এ ধরনের প্রচারণা সরাসরি স্লোগানের চেয়ে অনেক বেশি কার্যকর, কারণ এটি দর্শকের আবেগ-অনুভূতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।#
পার্সটুডে/এমএআর/৩০