পোল্যান্ডের আকাশে রাশিয়ার ড্রোন প্রবেশ
https://parstoday.ir/bn/news/world-i151862-পোল্যান্ডের_আকাশে_রাশিয়ার_ড্রোন_প্রবেশ
পার্সটুডে-ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন: ইসলামী দেশগুলির উচিত কথা এবং কাজে ইহুদিবাদী ইসরাইলের অপরাধ গুরুত্ব সহকারে নেওয়া এবং কার্যকরভাবে নিন্দা করা।
(last modified 2025-09-11T11:17:57+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১৮:১১ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে-ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন: ইসলামী দেশগুলির উচিত কথা এবং কাজে ইহুদিবাদী ইসরাইলের অপরাধ গুরুত্ব সহকারে নেওয়া এবং কার্যকরভাবে নিন্দা করা।

মঙ্গলবার কাতারের দোহায় ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন "হামাস" এর শীর্ষ সম্মেলনে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার পর, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি'র সাথে ফোনে আলাপকালে দেশটির ওপর ইহুদিবাদী আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। "পেজেশকিয়ান" আরও বলেন: ইসলামী দেশগুলোকে ঐক্যবদ্ধ থেকে, হাতে হাত মিলিয়ে, ইহুদিবাদী ইসরাইলের এই আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হেব। তাদের সুস্পষ্ট অপরাধের বিরুদ্ধে কার্যকরভাবে নিন্দা জানাতে হবে, যাতে এই অপরাধী গোষ্ঠি এই অনুশীলনের পুনরাবৃত্তি করার সাহস না করে। তিনি কাতারের মতো বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশটির প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পূর্ণ সমর্থন ও সংহতি ঘোষণা করে বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান তার কাতারের ভাইদের পাশে দাঁড়িয়েছে এবং তার প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধুকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় যে-কোনো পদক্ষেপ নেবে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন: দুর্ভাগ্যবশত ইহুদিবাদী ইসরাইল কোনও স্বীকৃত আন্তর্জাতিক নীতিমালা মেনে চলে না এবং কোনও বৈশ্বিক নিয়মকে সম্মানও করে না। তিনি আরও বলেন: ইহুদিবাদী ইসরাইলের এই পদ্ধতি এবং ধরণের পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত হয়।

 

ইহুদিবাদী সরকারের অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপের ওপর কাতারের গুরুত্বারোপ

এ প্রসঙ্গে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি ইরানের প্রেসিডেন্টের সাথে টেলিফোনে জোর দিয়ে বলেছেন: এ অঞ্চলের দেশগুলোকে ইহুদিবাদী ইসরাইলের অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। তিনি অঅরও বলেন: হামাস কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা পর্যালোচনা করছিলেন এবং তাদের সাথে আমাদের পরামর্শে তারা বলেছিলেন যে তারা এই পরিকল্পনার ইতিবাচক প্রতিক্রিয়া জানাবে। কিন্তু দুর্ভাগ্যবশত ইসরাইল এই বৈঠকে আক্রমণ করেছে। কাতারের আমির আশা প্রকাশ করেছেন যে আগামী দিনেও কাতারের সাথে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং অন্যান্য ইসলামী দেশগুলোর যোগাযোগ অব্যাহত থাকবে যাতে সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইসরাইলি অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।

 

কাতারের উপর আক্রমণ নেতানিয়াহুর সিদ্ধান্ত: ট্রাম্পের দাবি

দোহায় ইসরাইলি হামলার কয়েক ঘন্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই আক্রমণে জড়িত থাকার কথা এড়িয়ে যান এবং এটিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিদ্ধান্ত বলে জানান। ট্রাম্পের এই বিবৃতি এমন সময় এসেছে যখন ইসরাইলি মিডিয়া স্বীকার করেছে যে মার্কিন সরকার এবং ট্রাম্পের সাথে সমন্বয় করে ওই আক্রমণ করা হয়েছে।

 

গাজায় শহীদের সংখ্যা বৃদ্ধি

সংবাদমাধ্যমগুলো ঘোষণা করেছে: মঙ্গলবার থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ৪৭ জন শহীদ হয়েছেন, যাদের মধ্যে ১০ জন খাবার গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। মঙ্গলবার এক বিবৃতিতে গাজা উপত্যকার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় ৬৪,৬০৫ জন শহীদ হয়েছেন।

 

ইসরাইলি প্রেসিডেন্টের লন্ডন সফর নিয়ে ব্রিটিশ আইনপ্রণেতাদের উদ্বেগ প্রকাশ

৬০ জনেরও বেশি ব্রিটিশ আইনপ্রণেতা ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের আসন্ন লন্ডন সফর নিয়ে দেশটির প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন। কায়ার স্টারমারকে লেখা চিঠিতে আইনপ্রণেতারা উল্লেখ করেছেন: যুক্তরাজ্য গণহত্যা কনভেনশনের একটি পক্ষ এবং তাই গণহত্যার সাথে জড়িত কোনও ব্যক্তিকে যেন "রাজনৈতিক বৈধতা দেওয়া বা স্বাগত জানানো না হয়"-তা নিশ্চিত করতে হবে।

 

আমি আরাকচির সাথে কর্ম-প্রক্রিয়া নিয়ে একমত হয়েছি: গ্রোসি

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক মঙ্গলবার কায়রোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার আলোচনার বিবরণ "এক্স" সোশ্যাল নেটওয়ার্কে দিয়েছেন। রাফায়েল গ্রোসি বলেছেন: "আজ কায়রোতে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সাথে ইরানে পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরু করার জন্য কর্ম প্রক্রিয়া নিয়ে একটি চুক্তি হয়েছে।" তিনি আরও বলেন: "এটি সঠিক পন্থার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"

 

রুশ ড্রোন পোলিশ আকাশে প্রবেশ করেছে; ন্যাটো যুদ্ধবিমান পদক্ষেপ নিয়েছে

বুধবার ভোরে, ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে যে পশ্চিম ইউক্রেন থেকে পশ্চিম সীমান্তের দিকে উড়ে আসা বেশ কয়েকটি রাশিয়ান ড্রোন পোলিশ আকাশে প্রবেশ করেছে। সংবাদ সূত্র অনুসারে, দেশটির বিমান বাহিনী, ন্যাটো মিত্রদের সাথে তাদের মোকাবেলা করার জন্য এফ-১৬ এবং এফ-৩৫ যুদ্ধবিমান পাঠিয়েছে।#

পার্সটুডে/এনএম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।