রোলবল প্রতিযোগিতায় ইরান সেমিফাইনালে, গাজার প্রাক্তন হ্যান্ডবল তারকার শাহাদাত
-
আন্তর্জাতিক রোলবল প্রতিযোগিতায় সেমিফাইনালে ইরানের প্রতিনিধি
পার্সটুডে: ওমানের আন্তর্জাতিক রোলবল প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিকে হারিয়ে করে শীর্ষ চার দলের মধ্যে স্থান পেয়েছে ইরান।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে,দ্বিতীয় দিনের খেলায় ইরানের মনসেফ দল আমিরাতের একটি ক্লাব টিমের মুখোমুখি হয়। কোচ সাফিইয়ারির শিষ্যরা ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৯–০ গোলের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। এটি ছিল তাদের টুর্নামেন্টের তৃতীয় জয়। এই ফলাফলের মাধ্যমে ইরানের প্রতিনিধি দল গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে। আগামী ম্যাচে মনসেফের প্রতিপক্ষ হবে ভারতের একটি দল।
রোলবল হল একটি দলগত খেলা যেখানে দুটি ১২ সদস্যের দল অংশ নেয়। ১২ জন খেলোয়াড়ের মধ্যে এক সময়ে ৬ জন খেলার অনুমতি পান। স্কেটিং জুতা পরিহিত অবস্থায় খেলোয়াড়দেরকে প্রতিপক্ষের খেলোয়াড়দের মধ্য দিয়ে বল অতিক্রম করতে হয়। এই খেলায় দুজন রেফারি থাকেন। এটি বরফ-স্কেটিং মাঠেও আয়োজন করা যায়। রোলবল ভারতের "রাজু দাভাডে" দ্বারা উদ্ভাবিত হয়।
গাজার প্রাক্তন হ্যান্ডবল তারকার শাহাদাত
ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় গাজা উপত্যকার একজন ক্লাব ব্যবস্থাপক এবং দেশটির প্রাক্তন হ্যান্ডবল তারকা শাহাদাতবরণ করেছেন। 'গাজা ক্লাব' এক বিবৃতিতে জানিয়েছে, গাজাভিত্তিক এই ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা লুই এসতিতা, গাজা উপত্যকার উত্তরে মানবিক সাহায্য গ্রহণের স্থানে ইসরাইলের হামলায় শাহাদাতবরণ করেছেন। ৪৬ বছর বয়সী এসতিতা ২০১৫ সাল থেকে গাজা স্পোর্টস ক্লাবের প্রশাসনিক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি গাজায় খেলাধুলার উন্নয়নে অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন, যিনি এই অঞ্চলের কঠিন পরিস্থিতিতে খেলাধুলার উন্নয়নের জন্য বছরব্যাপী প্রচেষ্টা চালিয়েছিলেন।#
পার্সটুডে/এমএআর/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।