রুশ বিশ্লেষক: নিরাপত্তা পরিষদ ইহুদিবাদীদের সমর্থক
https://parstoday.ir/bn/news/world-i152176-রুশ_বিশ্লেষক_নিরাপত্তা_পরিষদ_ইহুদিবাদীদের_সমর্থক
পার্স টুডে - একজন রুশ বিশেষজ্ঞ বলেছেন: ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল রোধে খসড়া প্রস্তাবের ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি পশ্চিমা চাপের মুখে এবং ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন করার দৃষ্টিভঙ্গির আলোকে অনুষ্ঠিত হয়েছিল।
(last modified 2025-09-21T14:11:30+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১৩:৩০ Asia/Dhaka
  • রুশ বিশ্লেষক ইগোর মাতভেয়েভ
    রুশ বিশ্লেষক ইগোর মাতভেয়েভ

পার্স টুডে - একজন রুশ বিশেষজ্ঞ বলেছেন: ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল রোধে খসড়া প্রস্তাবের ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি পশ্চিমা চাপের মুখে এবং ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন করার দৃষ্টিভঙ্গির আলোকে অনুষ্ঠিত হয়েছিল।

পার্স টুডে-র রিপোর্টে এসেছে, রাশিয়ান বিশ্লেষক ইগোর মাতভেয়েভ ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল রোধে খসড়া প্রস্তাবের উপর নিরাপত্তা পরিষদে ভোটের ফলাফলকে জাতিসংঘে গভীর ফাটলের লক্ষণ বলে মনে করেন এবং আরও বলেন: "নিরাপত্তা পরিষদ ইহুদিবাদীদের পক্ষে।"

বাহরাইনের শিয়া নেতা: গাজার বিরুদ্ধে অপরাধে কিছু আরব ও ইসলামী রাষ্ট্র জড়িত

গাজার ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে সতর্কীকরণ বার্তায়, বাহরাইনের শিয়া নেতা আয়াতুল্লাহ ঈসা কাসেম কিছু আরব ও মুসলিম সরকারকে ফিলিস্তিনি জনগণের শত্রুদের সাথে যোগসাজশ এবং প্রকাশ্যে প্রতিরোধ আন্দোলনের বিরোধিতা করার অভিযোগ করেছেন।

পেজেশকিয়ান: আমরা কখনই বাড়াবাড়ির কাছে আত্মসমর্পণ করব না

ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজশকিয়ান তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গৃহীত সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেছেন: "আমাদের যথেষ্ট বিশ্বাস আছে যে আমরা বাধা অতিক্রম করতে পারি এবং এই ভূমির অশুভ কামনাকারীরা আমাদের পথ আটকাতে পারবে না। আমরা কখনই বাড়াবাড়ির কাছে নতি স্বীকার করব না বা তাদের কাছে নতজানু হব না, কারণ আমাদের পরিবর্তনের ক্ষমতা আছে এবং আমাদের কেবল তাদের উপর আস্থা রাখতে হবে যাদের ক্ষমতা ও ইচ্ছাশক্তি আছে।

বেয়ারবক: ফিলিস্তিন স্বীকৃতি-সভা ইসরায়েলের উপর চাপ বৃদ্ধি করবে

জাতিসংঘের সাধারণ পরিষদের নতুন সভাপতি আনালেনা বেয়ারবক ঘোষণা করেছেন যে নিউইয়র্কে সাধারণ পরিষদে ফিলিস্তিনের স্বীকৃতি সংক্রান্ত বৈঠক গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধি করতে পারে।


ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল প্রধান: দোহা শীর্ষ সম্মেলন থেকে আমরা বাস্তব পদক্ষেপ আশা করেছিলাম

 ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাত এক বিবৃতিতে বলেছেন যে, কাতারের রাজধানীতে আরব ও ইসলামী দেশগুলির শীর্ষ সম্মেলন থেকে আমরা নিন্দার বিবৃতি জারি করার পরিবর্তে বাস্তব পদক্ষেপ আশা করেছিলাম। তিনি আরও বলেছেন: "দোহায় আক্রমণ করে, ইহুদিবাদী ইসরায়েল আরব দেশগুলোর শাসকদের কাছে এই বার্তা পাঠিয়েছে যে: তোমাদেরও পালা আসছে।" #

 

পার্স টুডে/এমএএইচ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।