​​​ট্রাম্পের পদক্ষেপ বহুমেরুকেন্দ্রিক বিশ্ব বাস্তবায়নে সহায়তা করে: রুশ দার্শনিক
https://parstoday.ir/bn/news/world-i152348-ট্রাম্পের_পদক্ষেপ_বহুমেরুকেন্দ্রিক_বিশ্ব_বাস্তবায়নে_সহায়তা_করে_রুশ_দার্শনিক
পার্সটুডে- রাশিয়ার প্রভাশশালী দার্শনিক আলেকজান্ডার ডুগিন বলেছেন, ট্রাম্পের পদক্ষেপ বহুমেরু বিশ্ব বাস্তবায়নে সহায়তা করে।
(last modified 2025-09-26T11:35:32+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১২:৫৯ Asia/Dhaka
  • আলেকজান্ডার ডুগিন, রাশিয়ার ঋদ্ধ দার্শনিক
    আলেকজান্ডার ডুগিন, রাশিয়ার ঋদ্ধ দার্শনিক

পার্সটুডে- রাশিয়ার প্রভাশশালী দার্শনিক আলেকজান্ডার ডুগিন বলেছেন, ট্রাম্পের পদক্ষেপ বহুমেরু বিশ্ব বাস্তবায়নে সহায়তা করে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকে তার পদক্ষেপের কথা উল্লেখ করে রাশিয়ান দার্শনিক আলেকজান্ডার ডুগিন মনে করেন, ট্রাম্প তার অভ্যন্তরীণ ইচ্ছা না থাকা সত্ত্বেও বহুমেরুকেন্দ্রিক বিশ্ব বাস্তবায়নে সহায়তা করছেন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে লিখেছে,  আলেকজান্ডার ডুগিন আরও বলেন, ট্রাম্প যত বেশি পশ্চিমা বিশ্বায়নের উপর ভিত্তি করে পদ্ধতি ধ্বংস করবেন তত বেশি বহুমেরুত্ব শক্তিশালী হবে।

আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতি কেবল বিপর্যয় এবং নিরাপত্তাহীনতাই এনেছে: আরাকচি

আফগানিস্তানের বিষয়ে চীন, ইরান, পাকিস্তান এবং রাশিয়ার চতুর্পক্ষীয় বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, আফগানিস্তানে মার্কিন হস্তক্ষেপ এবং দুই দশকের সামরিক উপস্থিতি বিপর্যয় এবং নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছুই বয়ে আনেনি। তিনি আরো বলেছেন, আমরা দৃঢ়ভাবে দেশগুলির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ওপর গুরুত্ব দিয়ে থাকি।

নেতানিয়াহু এবং ইসরায়েল এই অঞ্চলের সমস্ত লাল রেখা অতিক্রম করেছে: কাতার

ব্রেইটবার্ট নিউজের সাথে এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, কোনও লাল রেখা না থাকার কারণেই ইসরায়েল এবং নেতানিয়াহু এই অঞ্চলে আধিপত্য কায়েম করছে। বিন আব্দুল রহমান আল থানি ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের কর্মকাণ্ড এই অঞ্চলের নিরাপত্তা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকেও বিপন্ন করে তুলছে।

ন্যাটো এবং ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: লাভরভ

জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সাথে এক বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেন পশ্চিমাদের দ্বারা সৃষ্ট সংকটের একটি স্পষ্ট উদাহরণ। তিনি আরো বলেন, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে একটি বাস্তব যুদ্ধ ঘোষণা করেছে এবং সরাসরি এতে অংশগ্রহণ করছে।

ইয়েমেনের আনসারুল্লাহর মহাসচিব: ইসরায়েল ও আমেরিকা ইহুদি মুদ্রার দুটি দিক

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক বদরুদ্দিন আল-হুথি বলেছেন, গত দুই বছরে আমাদের শক্র ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের নৃশংস আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রেখেছে। হুথি নেতা বলেন, ইসরায়েল ও আমেরিকা ইহুদি মুদ্রার এপিঠ-ওপিঠ!

পার্সটুডে/জিএআর/২৬