ইসরাইলি পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি হল্যান্ডের
https://parstoday.ir/bn/news/world-i153916-ইসরাইলি_পণ্যের_ওপর_নিষেধাজ্ঞা_আরোপের_দাবি_হল্যান্ডের
পার্সটুডে-ইরানি মহাকাশ সংস্থার প্রধান আগামী ২ মাসের মধ্যে মহাকাশে ৩টি উপগ্রহ উৎক্ষেপণ করার ঘোষণা দিয়েছেন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
নভেম্বর ১১, ২০২৫ ১৫:৩৯ Asia/Dhaka
  • ইরান মহাকাশে ৩টি উপগ্রহ উৎক্ষেপণ করবে
    ইরান মহাকাশে ৩টি উপগ্রহ উৎক্ষেপণ করবে

পার্সটুডে-ইরানি মহাকাশ সংস্থার প্রধান আগামী ২ মাসের মধ্যে মহাকাশে ৩টি উপগ্রহ উৎক্ষেপণ করার ঘোষণা দিয়েছেন।

সোমবার, ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ তেহরানে এক মহাকাশ প্রযুক্তি অনুষ্ঠানে স্যাটেলাইট ডেটা-ভিত্তিক পরিষেবার গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন: এই শীতের শুরুতে পরিকল্পনা অনুযায়ী তিনটি ইরানি উপগ্রহ, জাফর, পায়া এবং কাওসার উৎক্ষেপণ করা হবে। পার্সটুডে আরও জানায়, ইরানি মহাকাশ সংস্থার প্রধান মহাকাশ ক্ষেত্রে ইরানের আন্তর্জাতিক সহযোগিতার কথা উল্লেখ করে আরও বলেন: আমরা চাঁদ পর্যায়ে চীনের সাথে আন্তর্জাতিক প্রকল্পে এবং গবেষণার ক্ষেত্রে ইকো সদস্য দেশগুলোর সাথে সহযোগিতা করছি। এই সহযোগিতার মধ্যে রয়েছে শিক্ষা, প্রচার এবং স্যাটেলাইট ডেটার ওপর ভিত্তি করে পরিষেবা।

ইরানি মহাকাশ সংস্থার প্রধান দেশের মহাকাশ ঘাঁটির অবস্থা উল্লেখ করে বলেন: আলমাস এবং কেনারান মহাকাশ ঘাঁটিগুলো তাদের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তাদের কার্যক্রম শীঘ্রই শুরু হবে।

হল্যান্ড ইসরাইলি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা বিধিবদ্ধ করার চেষ্টা করছে

ডাচ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান ওয়েল বলেছেন, দেশটি এখনও ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী বসতিতে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করার জন্য একটি বিশেষ আইন প্রস্তুত করছে। ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাবের সাথে দ্বিমত পোষণের কারণে প্রাক্তন ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভলক্যাম্প এবং দেশটির মন্ত্রিসভার আরও আট সদস্য পূর্বে পদত্যাগ করেছিলেন। অবৈধ ইসরাইলি বসতিতে উৎপাদিত পণ্য বর্জন এবং ইসরাইল থেকে অস্ত্র কেনা বন্ধ করা ভলক্যাম্প এবং অন্যান্য মন্ত্রীদের দাবির মধ্যে ছিল।

পোল্যান্ড: ট্রাম্প প্রশাসনের অপ্রত্যাশিত অবস্থার কারণে ন্যাটো বিভ্রান্ত

পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এক বিবৃতিতে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অপ্রত্যাশিত অবস্থার কারণে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) বিভ্রান্তির মধ্যে রয়েছে। তিনি বলেছেন: হোয়াইট হাউসে যেই থাকুক না কেন, ইউরোপকে অবশ্যই তার নিজস্ব প্রতিরক্ষার দায়িত্ব নিতে হবে কারণ শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য আমাদের অনেক বেশি দায়িত্ব রয়েছে। টাস্ক মস্কোর বিরুদ্ধে যুদ্ধে কিয়েভকে সমর্থন অব্যাহত রাখার প্রয়োজনীয়তার পর জোর দেন এবং সতর্ক করে বলেন: যদি ইউক্রেন এই যুদ্ধে হেরে যায়, তাহলে পোল্যান্ডের পরিস্থিতি মৌলিকভাবে আরও খারাপ হবে।

পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার বিষয়টি স্পষ্ট করতে ওয়াশিংটনের প্রতি উলিয়ানভের আহ্বান

আমরা বিশ্বাস করি যে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার বিষয়ে মার্কিন পক্ষের অবস্থানের একটি স্পষ্ট এবং সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করা উচিত। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিয়োজিত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ, ব্যাপক পারমাণবিক পরীক্ষা-নিষেধ চুক্তি সংস্থার (CTBTO) প্রস্তুতিমূলক কমিশনের ৬৫তম বৈঠকে তার বক্তৃতায় বলেন: চুক্তির অন্যান্য সদস্য এবং ব্যাপক পারমাণবিক পরীক্ষা-নিষেধ চুক্তি সংস্থার অন্তর্বর্তীকালীন কারিগরি সচিবালয়ের মতো রাশিয়ারও একটি স্পষ্ট উত্তর পাওয়ার অধিকার রয়েছে। তিনি আরও বলেন: এই বিষয়টি চুক্তির বৈশিষ্ট্য এবং দর্শনের সাথে সম্পর্কিত এবং আমরা আশা করি মার্কিন যুক্তরাষ্ট্র আর বিলম্ব না করে উপযুক্ত প্রতিক্রিয়া প্রদান করবে।

ইসরাইলে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার খসড়া আইনের প্রাথমিক অনুমোদন

সোমবার সন্ধ্যায়, ইসরাইলি পার্লামেন্ট প্রাথমিকভাবে একটি খসড়া আইন অনুমোদন করেছে যেন শত শত ফিলিস্তিনি বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে। পরবর্তী ধাপে ইসরাইলি পার্লামেন্টের বিশেষায়িত কমিটিতে খসড়াটি পর্যালোচনা করার কথা রয়েছে। প্রাথমিক অনুমোদনের পর, ইসরাইলি অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী, ইতামার বেন-গাভির, খুবই উত্তেজিত হয়ে সংসদে মিষ্টি বিতরণ শুরু করেন।#

পার্সটুডে/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।