জোহানেসবার্গে জি-২০ শীর্ষ সম্মেলন; নিষেধাজ্ঞার আড়ালে বৈশ্বিক কূটনীতি, মার্কিন অনুপস্থিতি
https://parstoday.ir/bn/news/world-i154324-জোহানেসবার্গে_জি_২০_শীর্ষ_সম্মেলন_নিষেধাজ্ঞার_আড়ালে_বৈশ্বিক_কূটনীতি_মার্কিন_অনুপস্থিতি
পার্সটুডে-দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে; এই শীর্ষ সম্মেলনে আমেরিকার উপস্থিতি থাকছে না।
(last modified 2025-11-23T12:24:37+00:00 )
নভেম্বর ২২, ২০২৫ ২১:১৪ Asia/Dhaka
  • জোহানেসবার্গে জি-২০ শীর্ষ সম্মেলন
    জোহানেসবার্গে জি-২০ শীর্ষ সম্মেলন

পার্সটুডে-দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে; এই শীর্ষ সম্মেলনে আমেরিকার উপস্থিতি থাকছে না।

ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞা এবং দু'দেশের মধ্যে মৌখিক উত্তেজনাই অনুপস্থিতির কারণ। তবে মার্কিন অনুপস্থিতি এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানের পরিবেশকে প্রভাবিত করেছে।

দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে শনিবার থেকে আফ্রিকা মহাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে; জি-২০ শীর্ষ সম্মেলন, উত্তেজনাপূর্ণ পরিবেশে এবং আয়োজক দেশের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা চলমান অবস্থায় শুরু হয়। দুই দিনের এই শীর্ষ  সম্মেলনের শ্লোগান হলো 'সংহতি, সমতা এবং স্থায়িত্ব'। অংশগ্রহণকারী নেতারা টেকসই প্রবৃদ্ধি, উন্নয়নের জন্য অর্থায়ন এবং বৈশ্বিক অর্থনৈতিক স্থাপত্যের মতো অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, জি-২০ ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়নের সাথে ১৯টি দেশ নিয়ে গঠিত এবং বিশ্ব অর্থনৈতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর একটি। এই অধিবেশনের আলোচ্যসূচিতে রয়েছে বৈশ্বিক বাণিজ্য ও আর্থিক কাঠামো, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির ভবিষ্যৎ পর্যালোচনা করা।

এই বছরের শীর্ষ সম্মেলনের সবচেয়ে বড় একটি ঘটনা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকার সরকারকে "শ্বেতাঙ্গদের সাথে দুর্ব্যবহার" করার অভিযোগ এনে ঘোষণা করেছেন তিনি এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না। মিডিয়ার উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়ার পর, ওয়াশিংটন ঘোষণা করেছে তারা পর্যায়ক্রমিক সভাপতির পদ হস্তান্তর অনুষ্ঠানে একজন নিম্ন-স্তরের প্রতিনিধি পাঠাতে পারে; এই বিষয়টিকে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি রামাফোসা "প্রতীকী পদক্ষেপ" হিসাবে বর্ণনা করেছেন।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন