বিশ্ব ও ইরানের সিনেমা: ২০২৬ অস্কারের জন্য যোগ্য চলচ্চিত্রের তালিকা প্রকাশ
-
অস্কার চলচ্চিত্র পুরস্কার
পার্সটুডে : একাডেমি অফ অ্যাওয়ার্ডস- অস্কারের ৯৮তম চলচ্চিত্র পুরস্কার বিভাগে ডকুমেন্টারি, আন্তর্জাতিক এবং পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড ফিল্ম বিভাগে যোগ্যতার জন্য সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে।
অস্কার একাডেমি অব সায়েন্স অ্যান্ড আর্টস ঘোষণা করেছে, এবার মোট ২০১টি ফিচার ডকুমেন্টারি, ৮৬টি আন্তর্জাতিক ফিচার ফিল্ম এবং ৩৫টি ফিচার অ্যানিমেশন ফিল্ম সেরা ডকুমেন্টারি, সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম এবং সেরা অ্যানিমেশন ফিচার বিভাগে প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছে।
পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, অ্যানিমেশন ফিচার বিভাগে ৩৫টি, আন্তর্জাতিক ফিচার ফিল্মে ৮৬টি এবং ডকুমেন্টারি ফিচারে ২০১টি চলচ্চিত্র যোগ্য হয়েছে।
১৬ ডিসেম্বর আন্তর্জাতিক ফিচার ও ডকুমেন্টারি ফিচার—এই দুটি বিভাগের প্রাথমিক ১৫টি চলচ্চিত্রের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে।
যেখানে ডকুমেন্টারি ও আন্তর্জাতিক ফিচার বিভাগ চূড়ান্ত মনোনয়নের আগে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে, সেখানে অ্যানিমেশন ফিচার বিভাগ সরাসরি চূড়ান্ত মনোনয়নের পর্যায়ে চলে যায়। সংক্ষিপ্ত তালিকার জন্য ৮ থেকে ১২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং ১৬ ডিসেম্বর তা প্রকাশ করা হবে। সব বিভাগের চূড়ান্ত মনোনয়নের জন্য ১২ থেকে ১৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ভোটিগ্রহণ করা হবে এবং মনোনয়ন তালিকা ২২ জানুয়ারি ২০২৬ প্রকাশিত হবে। ৯৮তম অস্কার অনুষ্ঠান আগামী ১৫ মার্চ লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।
ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি অতিথি ২০০
অন্যদিকে, ৪৩তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সদস্যসচিব রুহুল্লাহ হোসাইনি জানিয়েছেন, এবারের উৎসবে প্রায় ২০০ জন বিদেশি অতিথি ইউরোপ, আমেরিকা, পূর্ব এশিয়া এবং অঞ্চলের বিভিন্ন দেশ থেকে অংশ নেবেন।
তিনি বলেন, “ইরানের ওপর সাংস্কৃতিক ও উৎসব-সংক্রান্ত যে নিষেধাজ্ঞা রয়েছে তা অত্যন্ত গুরুতর। অনেকেই চান না বিদেশি চলচ্চিত্রকাররা ইরানে পা রাখুক বা ইরানের অনুমোদিত চলচ্চিত্র বিদেশি উৎসবে যাক। এই উদ্যোগ সেই সব প্রচেষ্টাকে নিষ্ফল করে দেবে।”
হোসাইনি আরও জানান, উৎসবের “আন্তর্জাতিক প্রতিযোগিতা” বিভাগে ২১টি দেশের ১৬টি চলচ্চিত্র অংশ নিচ্ছে। গ্রিস, হাঙ্গেরি, জাপান, দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, ইতালি, সৌদি আরব, কাতার, ফ্রান্স, নরওয়ে এবং সুইডেন এই বিভাগে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে।
“জেলুহগাহে শার্ক (পূর্বের দৃষ্টিপাত)” বিভাগে ১৮টি দেশের ১২টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এই বিভাগে ইরান ও ভারত দুটি করে এবং আমেরিকা, চীন, ইন্দোনেশিয়া, তাইওয়ান, তুরস্ক, মালয়েশিয়া, জাপান, মিশর, ফ্রান্স, জার্মানি সহ আরও কয়েকটি দেশ একটি করে চলচ্চিত্র নিয়ে অংশ নিচ্ছে।
৪৩তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চারটি প্রতিযোগিতামূলক বিভাগে অনুষ্ঠিত হচ্ছে: আন্তর্জাতিক প্রতিযোগিতা, জেলুহগাহে শার্ক (Eastern Vista), চেশম-আন্দাজ (Prospect) এবং যেইতুনে শেকান্তে (Broken Olive)।
পার্সটুডে/এমএআর/২৩