ইসরায়েলকে বয়কট করল গিনেস বুক কর্তৃপক্ষ
https://parstoday.ir/bn/news/world-i154682-ইসরায়েলকে_বয়কট_করল_গিনেস_বুক_কর্তৃপক্ষ
পার্সটুডে– গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রতিষ্ঠান ঘোষণা করেছে, তারা ইহুদিবাদী ইসরায়েলের রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর পর্যালোচনা করবে না।
(last modified 2025-12-03T12:48:14+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২৫ ১৫:৩৩ Asia/Dhaka
  • ইসরায়েলকে বয়কট করল গিনেস বুক কর্তৃপক্ষ
    ইসরায়েলকে বয়কট করল গিনেস বুক কর্তৃপক্ষ

পার্সটুডে– গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রতিষ্ঠান ঘোষণা করেছে, তারা ইহুদিবাদী ইসরায়েলের রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর পর্যালোচনা করবে না।

গিনেস রেকর্ডস প্রতিষ্ঠানটি ইহুদিবাদী ইসরায়েল থেকে একটি নতুন রেকর্ড নিবন্ধনের আবেদন পাওয়ার পর জানিয়েছে, তারা বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো কোনো আবেদন পর্যালোচনা করছে না।

পার্সটুডে জানিয়েছে, কিডনি দানকে উৎসাহদানকারী একটি ইসরায়েলি প্রতিষ্ঠান গিনেস রেকর্ডসে একটি আবেদন জমা দেওয়ার পর তারা জানায় যে, এই আবেদনটি তারা পর্যালোচনা করবে না। দখলকৃত ভূখণ্ডে কিডনি দাতাদের সংখ্যার ভিত্তিতে এই প্রতিষ্ঠানের কাছে একটি রেকর্ড নিবন্ধনের অনুরোধ করা হয়েছিল।

গিনেস ওই সংগঠনের আবেদনের জবাবে একটি চিঠি পাঠায়, যেখানে বলা হয়েছে- “আমরা বর্তমানে ইসরায়েল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছি না।”#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।