ব্রিটেনের খবর: ২০২৫-এর শীতকালে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ
-
১৭ ডিসেম্বর থেকে পাঁচ দিনের ১৪তম দফা ধর্মঘট শুরু করেছেন ব্রিটেনের জুনিয়র চিকিৎসকরা
পার্সটুডে : লেবার পার্টির সদস্যসংখ্যা কমে যাওয়া, নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম পার্টির উত্থান, যুব বেকারত্বের বৃদ্ধি, শীতকালে চিকিৎসকদের ধর্মঘট এবং রাশিয়ার হুমকি নিয়ে এমআই৬-এর সতর্কতা—সব মিলিয়ে ব্রিটিশ সরকার একাধিক গুরুতর সংকটের মুখে পড়েছে।
২০২৫ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। ক্ষমতাসীন লেবার পার্টি সদস্যপদের তীব্র হ্রাসের সম্মুখীন, যখন অর্থনৈতিক চ্যালেঞ্জ যেমন বেকারত্বের বৃদ্ধি যুবকদের সবচেয়ে বেশি আঘাত করছে। একই সাথে, ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) চিকিৎসকদের ধর্মঘটের সাথে লড়াই করছে এবং বিদেশি নিরাপত্তা হুমকি, বিশেষ করে রাশিয়া থেকে, আরও প্রকট হয়েছে। এই সংবাদগুলো ব্রিটেনের জটিল ও ঝড়ো পরিস্থিতির একটি চিত্র তুলে ধরে। পার্সটুডে'র এই সংবাদ প্রতিবেদনে ব্রিটেন সরকারের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটগুলোর একটি পর্যালোচনা করা হয়েছে:
লেবার পার্টির সদস্যপতন; এগিয়ে রিফর্ম পার্টি
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর নেতৃত্বাধীন লেবার পার্টি সদস্য সংকটে পড়েছে। ফাঁস হওয়া অভ্যন্তরীণ পরিসংখ্যান অনুযায়ী, দলটির সদস্যসংখ্যা নেমে এসেছে ২ লাখ ৫০ হাজারের নিচে যা সাধারণ নির্বাচনে জয়ের পর থেকে ১ লাখের বেশি কম। এই সংখ্যা জেরেমি করবিন-এর সময়কার সর্বোচ্চ ৫ লাখ ৩০ হাজারের বেশি সদস্যসংখ্যার তুলনায় ৫০ শতাংশেরও বেশি পতন।
এর বিপরীতে, নাইজেল ফারাজ-এর নেতৃত্বাধীন রিফর্ম ইউকে দাবি করছে, তাদের ২ লাখ ৬৮ হাজারের বেশি ফি-প্রদানকারী সদস্য রয়েছে এবং সদস্যসংখ্যার দিক থেকে তারা এখন দেশের বৃহত্তম দল। ফারাজ একে 'বড় এক মাইলফলক' আখ্যা দিয়ে বলেছেন, 'দ্বিদলীয় রাজনীতির যুগ শেষ'।
এদিকে কনজারভেটিভ পার্টির সদস্যসংখ্যা কমে প্রায় ১ লাখ ২৩ হাজারে দাঁড়িয়েছে, যদিও গ্রিন পার্টির সদস্যসংখ্যা বেড়ে ১ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। লেবার পার্টির এক মুখপাত্র তাৎক্ষণিক পরিসংখ্যান নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, এ ধরনের তথ্য কেবল বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করা হয়।
বেকারত্ব বৃদ্ধি; সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তরুণরা
যুক্তরাজ্যের বেকারত্বের হার বেড়ে ৫.১ শতাংশে পৌঁছেছে, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। রেজ্যুলিউশন ফাউন্ডেশন সতর্ক করে বলেছে, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণরা। ১৬ থেকে ২৪ বছর বয়সী প্রায় ১০ লাখ তরুণ বর্তমানে না চাকরিতে, না প্রশিক্ষণে, না শিক্ষায় রয়েছে। অর্থনীতিবিদদের পূর্বাভাস, উচ্চ কর ও মন্থর প্রবৃদ্ধির কারণে বেকারত্বের হার ৫.৫ শতাংশে পৌঁছাতে পারে। ওইসিডি দেশগুলোর মধ্যে যুব কর্মসংস্থানে যুক্তরাজ্যের অবস্থান নেমে এসেছে ২৭তম স্থানে।
জুনিয়র চিকিৎসকদের ধর্মঘট; শীতে এনএইচএস-এর ওপর চাপ
সরকারের প্রস্তাব প্রত্যাখ্যানের পর রেসিডেন্ট (জুনিয়র) চিকিৎসকরা বুধবার, ১৭ ডিসেম্বর থেকে পাঁচ দিনের ১৪তম দফা ধর্মঘট শুরু করেছেন। তীব্র ফ্লু মৌসুমের মধ্যে এই ধর্মঘট এনএইচএস-এর শীতকালীন সংকটকে আরও ঘনীভূত করছে। স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং ধর্মঘটকে 'দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক' বলে আখ্যা দেন, আর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একে 'অবিশ্বাস্য' বলে মন্তব্য করেন। তবে ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সরকারের প্রস্তাবকে 'অপর্যাপ্ত' বলে দাবি করে, বেতন বৃদ্ধি ও কর্মপরিস্থিতি উন্নয়নের ওপর জোর দিয়েছে।
রাশিয়ার হুমকি নিয়ে এমআই৬ প্রধানের সতর্কতা
ব্রিটেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই৬-এর নতুন প্রধান ব্লেইজ মেট্রিওলি তার প্রথম প্রকাশ্য বক্তৃতায় রাশিয়াকে 'আক্রমণাত্মক, সম্প্রসারণবাদী ও সংশোধনবাদী' হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, মস্কো সাইবার হামলা, ড্রোন উড্ডয়ন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মতো কৌশল ব্যবহার করে 'ধূসর অঞ্চলে' তৎপরতা চালাচ্ছে। মেট্রিওলি জোর দিয়ে বলেন, ইউক্রেনের প্রতি ব্রিটেনের সমর্থন অব্যাহত থাকবে এবং রাশিয়ার ওপর চাপ বজায় রাখা হবে।#
পার্সটুডে/এমএআর/১৯