চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাপারে ইতিবাচক পূর্বাভাস
https://parstoday.ir/bn/news/world-i155350-চীনের_অর্থনৈতিক_প্রবৃদ্ধির_ব্যাপারে_ইতিবাচক_পূর্বাভাস
পার্সটুডে-এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাপারে ইতিবাচক পূর্বাভাস দিয়েছে।
(last modified 2025-12-22T12:45:34+00:00 )
ডিসেম্বর ২২, ২০২৫ ১৫:১১ Asia/Dhaka
  • চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি
    চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি

পার্সটুডে-এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাপারে ইতিবাচক পূর্বাভাস দিয়েছে।

অর্থনৈতিক ক্ষেত্রে চীনের সংস্কারমূলক পদক্ষেপের ফলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো বেইজিংয়ের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য তাদের পূর্বাভাস আপগ্রেড করেছে এবং দেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা স্বীকার করেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিভা, চীনের অর্থনৈতিক প্রতিষ্ঠানের বার্ষিক মূল্যায়ন সম্পন্ন করার সময় ঘোষণা করেছেন: চীনা অর্থনীতিতে যে উল্লেখযোগ্য ধাক্কা লেগেছে তা সত্ত্বেও, দেশটি অসাধারণ স্থিতিস্থাপকতা দেখিয়েছে।

অপরদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল চলতি বছরের (২০২৫) জন্য চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ শতাংশ মূল্যায়ন করেছে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও এ বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাপারে তাদের পূর্বাভাস ৪.৮ শতাংশে উন্নীত করেছে। এর কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলেছে প্রত্যাশার চেয়ে শক্তিশালী জিডিপি এবং নতুন নীতির প্রতি তাদের সমর্থন।

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে জাপানের ব্যাপক পরিকল্পনা ও বিনিয়োগ

জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, পাঁচ বছরের পরিকল্পনা প্রণয়ন করে এবং ১ ট্রিলিয়ন ইয়েন (৩.৬ বিলিয়ন ডলারের সমতুল্য) বিনিয়োগ করে, সরকারি-বেসরকারি খাতের সহযোগিতার ওপর দৃষ্টি নিবদ্ধ করে দেশীয় কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ত্বরান্বিত করার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অন্যতম প্রধান বৈশ্বিক কেন্দ্র হিসেবে দেশের অবস্থানকে সুসংহত করার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে।

এই পরিকল্পনায় আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবে প্রায় ৩০০ বিলিয়ন ইয়েন এ্ সম্পর্কিত ব্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সরকারি ও বেসরকারি খাত দেশীয় কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ত্বরান্বিত করতে পরস্পরে সহযোগিতা করবে।

জাপান সরকার 'কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য মৌলিক পরিকল্পনা' খসড়া তৈরি করেছে যা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং উন্নয়নের জন্য ভবিষ্যত পথের রূপরেখা দেয়।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন