প্রায় ২০০ বছর পর এথেন্সে নির্মিত হতে চলেছে প্রথম মসজিদ
https://parstoday.ir/bn/news/world-i17884-প্রায়_২০০_বছর_পর_এথেন্সে_নির্মিত_হতে_চলেছে_প্রথম_মসজিদ
গ্রিসের রাজধানী এথেন্সে মসজিদ নির্মাণের জন্য আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হয়েছে। আর এর মাধ্যমে প্রায় দুইশ’ বছর পর এথেন্সে মসজিদ নির্মাণের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
আগস্ট ২২, ২০১৬ ১৭:২২ Asia/Dhaka
  • জিসটারাকিস মসজিদ
    জিসটারাকিস মসজিদ

গ্রিসের রাজধানী এথেন্সে মসজিদ নির্মাণের জন্য আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হয়েছে। আর এর মাধ্যমে প্রায় দুইশ’ বছর পর এথেন্সে মসজিদ নির্মাণের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।

গ্রিস সরকার চলতি মাসে এথেন্সে মসজিদ নির্মাণের একটি বিল অনুমোদন করেছে। মসজিদটি এথেন্সের উপকণ্ঠ ভোটানিকোসে নির্মাণ করা হবে। প্রায় এক দশক ধরে মসজিদটি তৈরির পরিকল্পনা করা হয়েছিল। এ জন্য ৯ লাখ ৪৬ ইউরো সমপরিমাণ অর্থ বরাদ্দ করা হবে। গ্রিক নৌবাহিনীর অব্যবহৃত ঘাঁটিতে এ মসজিদ নির্মিত হবে।

গ্রিসে ১৮২৯ সালে ওসমানিয়া শাসন অবসানের পর থেকে এথেন্সে আর মসজিদ তৈরি করা হয় নি। ওসমানিয়া সাম্রাজ্যের রাষ্ট্রীয় ধর্ম ছিল ইসলাম এবং গ্রিসে এখনো ১০ লাখ মুসলমান বসবাস করে বলে ধারণা করা হয়।

এদিকে, এথেন্স থেকে দূরবর্তী একটি শিল্প এলাকায় মসজিদটি নির্মিত হচ্ছে বলে অনেক মুসলমানই অভিযোগ করেছেন। তারা গ্রিসের রাজধানীর কেন্দ্রস্থলে মসজিদ নির্মাণের দাবি জানিয়ে আসছেন।

এথেন্সেই প্রায় দুই লাখ মুসলমান রয়েছে। নামাজ পড়ার জন্য এথেন্সের অনেক গ্যারেজ বা বেইজমেন্টকে তারা সাময়িক মসজিদ হিসেবে ব্যবহার করছেন।

বর্তমানের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা থেকে দলে দলে শরণার্থীর আসায় মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা অনেক বেশি বেড়েছে।  ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাজধানীর মধ্যে এথেন্সেই কেবল কোনো মসজিদ নেই। 

ওসমানিয়া শাসন অবসানের পর  অর্থোডক্স চার্চ গ্রিসের ধর্মীয় কর্তৃত্ব পায়। সে সময় মসজিদসহ মুসলমান যুগের অনেক ঐতিহাসিক চিহ্ন নিশ্চিহ্ন করা হয়। এথেন্সে ওসমানিয়া যুগের হাতে গোণা শেষ কয়েকটি স্থাপনার অন্যতম হলো জিসটারাকিস মসজিদ। ঐতিহাসিক এ মসজিদকে কারাগার এবং লোকশিল্প যাদুঘরে রূপান্তর করা হয়।#

পার্সটুডে/মূসা রেজা/২২