নাইজেরিয়ায় অপুষ্টির শিকার ৪৯,০০০ শিশু মারা যেতে পারে: ইউনিসেফ
জাতিসংঘের শিশু অধিকার তহবিল- ইউনিসেফ জানিয়েছে, নাইজেরিয়ার গোলযোগপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলে অপুষ্টির শিকার হয়ে ৪৯,০০০ শিশু মারা যেতে পারে। অপুষ্টির শিকার এসব শিশুর জন্য জরুরি ভিত্তিতে মানবিক ত্রাণ সরবরাহ করা না হলে চলতি বছরই তাদের মৃত্যু হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
আজ (বৃহস্পতিবার) ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, লেইক চাদের আশপাশের দেশগুলোতে প্রচন্ড খরা এবং নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের সঙ্গে সম্পর্কিত বোকো হারাম গত সাত বছর ধরে দেশটির বিভিন্ন এলাকায় নৃশংসতা চালিয়ে আসার পরিপ্রেক্ষিতে ৪,৭৫,০০০ শিশু মারাত্মক অপুষ্টির শিকার হয়েছে।
সাহারা মরুভূমির দক্ষিণ অংশ, চাদের সীমান্ত এলাকা, ক্যামেরুন, নাইজার এবং নাইজেরিয়ায় লেইক চাদ অবস্থিত।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, নাইজেরিয়ার গোলযোগপূর্ণ বোরনো রাজ্যে অপুষ্টির হুমকিতে থাকা প্রায় পাঁচ লাখ শিশুকে সঠিক চিকিৎসা এবং খাদ্য দেয়া না হলে চলতি বছরের শেষ নাগাদ তারা প্রাণ হারাতে পারে। বোরনো রাজ্যে দায়েশের ব্যাপক তৎপরতা রয়েছে।
ইউনিসেফ জানিয়েছে, গুরুতর এ পরিস্থিতি মোকাবেলায় ৩০ কোটি ৮০ লাখ ডলার সহায়তা চেয়ে আবেদন করা হলেও এ পর্যন্ত মাত্র চার কোটি ১০ লাখ ডলার পাওয়া গেছে। অপুষ্টিতে আক্রান্ত চারটি দেশকে সহায়তা দিতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তার মাত্র ১৪ ভাগ পাওয়া গেছে বলেও জানায় ইউনিসেফ।#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৫