আল্লামা জাকজাকির মুক্তির দাবিতে নাইজেরিয়ায় আবারও গণ-বিক্ষোভ
(last modified Fri, 26 Aug 2016 13:32:11 GMT )
আগস্ট ২৬, ২০১৬ ১৯:৩২ Asia/Dhaka
  • আল্লামা জাকজাকির মুক্তির দাবিতে নাইজেরিয়ায় আবারও গণ-বিক্ষোভ

নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্ট দেশটির প্রখ্যাত আলেম ও শিয়া মুসলিম নেতা আল্লামা শেইখ ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। তারা জারিয়া অঞ্চলে শেখ জাকজাকিসহ শিয়া মুসলমানদের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারেরও দাবি জানিয়েছেন। 

ইরানের প্রেসটিভি জানিয়েছে, উত্তর নাইজেরিয়ার কাদুনা শহরের জনগণ ও ইসলামিক মুভমেন্ট (ইসলামী আন্দোলন) দলের সদস্যরা এই দলের মহাসচিব শেখ জাকজাকিকে শিগগিরই মুক্তি দেয়ার দাবি জানিয়ে ব্যাপক বিক্ষোভ-মিছিল করেছে। 
দলটির বিশিষ্ট আলেম আবদুল হামিদ বাইলু বলেছেন, আমরা আল্লামা শেখ জাকজাকি এবং গ্রেপ্তারকৃত আমাদের অন্য সব ভাইদের আশু মুক্তির দাবি জানাচ্ছি। এ ছাড়াও আমাদের নিহত ভাইদের লাশ আমাদের কাছে হস্তান্তরের দাবি জানাচ্ছি যাতে ইসলামী বিধান অনুযায়ী তাদের দাফন করতে পারি। 
ইসলামিক মুভমেন্ট ঘোষণা করেছে যে, এটা গ্রহণযোগ্য নয় যে একটি গণতান্ত্রিক দেশের সরকার জনগণের জীবন রক্ষার জন্য শপথ নেয়া সত্ত্বেও দেশটির ৩৪৭ জনেরও বেশি নাগরিক সশস্ত্র বাহিনীর হাতে নিহত হয়েছে এবং এখন পর্যন্ত হামলাকারী সেনাদের কারো বিচার করা হয়নি ও তাদের শাস্তি দেয়া হয়নি। 
গত বছরের ডিসেম্বর মাসে নাইজেরিয়ার সেনারা আল্লামা জাকজাকির বাসভবনে হামলা চালিয়ে তার বহু অনুসারীকে হত্যা করে ও জাকজাকির প্রতিরক্ষায় নিয়োজিত হওয়ার অভিযোগে সেখান থেকে তার বহু অনুসারীকে বন্দি করে। নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্ট এই ঘটনায় জড়িতদের ব্যাপারে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। 
নাইজেরিয়ার বিচার-বিভাগীয় তদন্ত কমিশন জারাইয়া শহরের ওই হত্যাযজ্ঞের ব্যাপারে একজন সেনা কর্মকর্তাকে অপরাধী বলে চিহ্নিত করেছে। 
কোনও প্রয়োজন দেখা না দেয়া সত্ত্বেও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অন্যায়ভাবে শক্তি প্রয়োগ ও অস্ত্র ব্যবহার করে বলে  ওই তদন্ত রিপোর্টে বলা হয়েছে। কিন্তু ইসলামিক মুভমেন্ট বলেছে, এ পর্যন্ত সরকার এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে কার্যকর কোনা পদক্ষেপ নেয়নি। 
ইসলামিক মুভমেন্টের অন্যতম নেতা আহমাদ বাইলু বলেছেন, ‘আমরা  এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের ও আদালতে তার বিচার করার দাবি জানাচ্ছি। দুঃখজনকভাবে তদন্ত কমিশনের এই রিপোর্ট প্রকাশের পর থেকে এখন পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়া হয়নি এবং আমাদের নেতা শেখ জাকজাকির শারীরিক অবস্থা ও স্বাস্থ্য দিনকে দিন খারাপ হচ্ছে।’ 
সম্প্রতি নাইজেরিয়ার শিয়া মুসলমানরা শেখ জাকজাকির মুক্তির দাবিতে রাজধানী অভিমুখে ৩৩০ কিলোমিটার দীর্ঘ এক বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করেছেন। #

পার্সটুডে/মু.আ.হুসাইন/২৬

ট্যাগ