সিরতে শহর দায়েশ মুক্ত করা এখন সময়ের ব্যাপার: লিবিয় সেনাবাহিনী
লিবিয়ার ঐক্যমত্যের সরকারের অনুগত বাহিনী জানিয়েছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নিয়ন্ত্রিত সিরতে শহর থেকে সন্ত্রাসীদেরকে পুরোপুরি নির্মূল করার লক্ষ্যে তারা চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নিচ্ছে। গত কয়েক মাস ধরে শহরটিতে চলা দায়েশ বিরোধী অভিযান চালাতে গিয়ে এরইমধ্যে শত শত লিবিয় সেনা প্রাণ হারিয়েছে।
লিবিয়ার মিসরাতা শহর-ভিত্তিক সেনারা গতকাল (শনিবার) বলেছে, সিরতের বেশিরভাগ এলাকার ওপর তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর পাশাপাশি শহরের আবাসিক এলাকাগুলোতে দায়েশের তৎপরতা সীমিত হয়ে আসার পরিপ্রেক্ষিতে শহরটি পুনর্দখল করা তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অভিযান প্রসঙ্গে স্থানীয় এক সামরিক কমান্ডার বলেন, ‘আমাদের প্রিয় শহর থেকে দায়েশকে নিমূল করার লক্ষ্যে আল্লাহর ইচ্ছায় আগামী কয়েক ঘন্টার মধ্যে চূড়ান্ত অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক মিসরাতার কেন্দ্রীয় হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, সিরতে শহরটি দায়েশ মুক্ত করার অভিযানে এ পর্যন্ত ৪৪২ লিবিয় সেনা নিহত এবং আরো ২,১০০ জন আহত হয়েছে। দায়েশের কাছ থেকে সিরতে শহর মুক্ত করা হলে সেটি সন্ত্রাসীদের জন্য বড় ধরনের আঘাত হবে বলে মনে করা হচ্ছে।#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৮