জাকজাকির মুক্তির দাবিতে নাইজেরিয়ায় বিশাল বিক্ষোভ
(last modified Tue, 16 Feb 2016 06:38:35 GMT )
ফেব্রুয়ারি ১৬, ২০১৬ ১২:৩৮ Asia/Dhaka
  • জাকজাকির মুক্তির দাবিতে নাইজেরিয়ায় বিশাল বিক্ষোভ

১৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): নাইজেরিয়ার শীর্ষস্থানীয় শিয়া আলেম এবং ইসলামিক আন্দোলন বা আইএমএন’এর বিপ্লবী নেতা ইব্রাহীম জাকজাকির মুক্তির দাবিতে দেশটির হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।

দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর বাউচিতে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশগ্রহণকারীদের বেশির ভাগই ছিলেন নারী। জাকজাকি এবং তার স্ত্রীসহ দেশটির শত শত মুসলমানকে আটক রাখাকে অবৈধ হিসেবে উল্লেখ করে এ ঘটনার তীব্র নিন্দা জানায় বিক্ষোভকারীরা। নাইজেরিয়ার কারাগারে আটক ভিন্নমতাবলম্বীদের অবিলম্বে মুক্তির দাবিও করেন তারা।

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ কিব্বির ইউরাই শহরেও একই রকম বিক্ষোভ হয়েছে।

নাইজেরিয়ার সেনাবাহিনী ২০১৫ সালের ১২ ডিসেম্বরে দেশটির জারিয়া শহরে শিয়া মুসলমানদের এক সমাবেশে ভয়াবহ হামলা চালায়। ওই হামলায় শত শত মুসলমান নিহত এবং ইসলামি আন্দোলনের নেতা ইব্রাহিম জাকজাকি গুরুতর আহত হন। পরের দিন জাকজাকির বাড়িতে হামলা চালিয়ে তাকেসহ আইএমএন’এর মুখপাত্রসহ শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়।

বর্বরোচিত এ দুই হামলায় জাকজাকির তিন ছেলেও নিহত হয়েছেন।#

রেডিও তেহরান/সমর/১৬

ট্যাগ