রাশিয়ার ব্যাপারে হিলারির ‘গভীর’ উদ্বেগ
মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান নির্বাচনি প্রক্রিয়ায় রাশিয়া হস্তক্ষেপ করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ‘গভীর’ উদ্বেগ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে প্রভাব সৃষ্টির জন্য রাশিয়া ডেমোক্র্যাটিক পার্টির কর্মতৎপরতার ওপর সাইবার হামলা চালিয়েছে বলে মার্কিন গণমাধ্যম খবর দিয়েছে।
হিলারি ক্লিন্টন সোমবার ইলিনয় অঙ্গরাজ্যে এক নির্বাচনি জনসভায় ভাষণ দিতে যাওয়ার সময় বিমানের ভেতর সাংবাদিকদের সঙ্গে আলাপ করতে গিয়ে এ উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, জুলাই মাসে রাশিয়ার সম্ভাব্য সাইবার হামলার যে খবর ফাঁস হয় তা আমাদের নির্বাচনি প্রক্রিয়ায় মস্কোর হস্তক্ষেপের ব্যাপারে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
হিলারি ‘সাইবার-যুদ্ধ’ পরিভাষাটি ব্যবহার না করলেও রাশিয়ার এ হস্তক্ষেপকে ‘একটি বিদ্বেষপূর্ণ বিদেশি শক্তির পক্ষ থেকে হুমকি’ হিসেবে উল্লেখ করেন। তিনি এই সুযোগে তার রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকেও একহাত নেন। হিলারি বলেন, তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করতে রাশিয়াকে উৎসাহিত করছেন ট্রাম্প।
সম্প্রতি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট খবর দেয়, অ্যারিজোনা অঙ্গরাজ্যের ভোটার নিবন্ধন সিস্টেমে জুলাই মাসে যে সাইবার হামলা হয়েছে তাতে রাশিয়ার হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬