উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার অঙ্গীকার করলেন ওবামা
https://parstoday.ir/bn/news/world-i19450-উত্তর_কোরিয়ার_ওপর_কঠোর_নিষেধাজ্ঞার_অঙ্গীকার_করলেন_ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কঠোর করার জন্য তিনি জাতিসংঘের সঙ্গে কাজ করবেন। উত্তর কোরিয়া মঙ্গলবার জাপান সাগরে আরো তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর তিনি এ অঙ্গীকার ব্যক্ত করলেন।  
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৬ ০২:০৫ Asia/Dhaka
  • পার্ক জিউন হাইয়ের সঙ্গে ওবামার বৈঠকে
    পার্ক জিউন হাইয়ের সঙ্গে ওবামার বৈঠকে

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কঠোর করার জন্য তিনি জাতিসংঘের সঙ্গে কাজ করবেন। উত্তর কোরিয়া মঙ্গলবার জাপান সাগরে আরো তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর তিনি এ অঙ্গীকার ব্যক্ত করলেন।  

লাওসে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সম্মেলনের অবকাশে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ওবামা বলেন, “আইনের ফাঁকফোকর বন্ধ করার জন্য আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি এবং নিষেধাজ্ঞাকে আরো বেশি কার্যকর করে তুলব।”  

তিনি বলেন, চীনে জি-২০ সম্মেলন চলার সময় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল নিতান্তই উসকানিমূলক তৎপরতা এবং দেশটির জানা উচিত যে, এ ধরনের কর্মকাণ্ডের জন্য তাকে আন্তর্জাতিক সমাজ থেকে আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়তে হবে। এরপরও উত্তর কোরিয়া যদি তার নীতিতে পরিবর্তন আনে তাহলে আমেরিকা পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছে।

বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন বলেন, এ অঞ্চলে উত্তর কোরিয়া সত্যিই মৌলিক হুমকি সৃষ্টি করছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭