আমেরিকায় আবারো ৯/১১’র মতো হামলার হুমকি দিল আল-কায়েদা
আমেরিকায় ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের মতো আরেক সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দিয়েছে আল-কায়েদা। সাধারণভাবে ৯/১১ নামে পরিচিত ওই হামলার ১৫তম বার্ষিকীর প্রাক্কালে প্রকাশিত ভিডিও বার্তায় এ হুমকি দেয়া হয়। আল-কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরি এ হুমকি দিয়েছেন।
ভিডিও বার্তার অনুবাদ প্রকাশ করেছে এসআইটিই ইন্টেলিজেন্স গ্রুপ। বার্তায় অঙ্গীকার ব্যক্ত করে আল-কায়েদা নেতা বলেছেন, আমেরিকার অপরাধ তৎপরতার যতদিন চলবে ততদিন এ রকম হামলারও হাজারবার পুনরাবৃত্তি হবে।
বার্তায় জাওয়াহিরি পরোক্ষ ভাবে দায়েশের সমালোচনাও করেছেন। তিনি বলেছেন, সত্যিকার সৈন্য কখনো কারো সমর্থন বা মতামত ছাড়া নিজেকে তার ওপর শাসক হিসেবে চাপিয়ে দেয় না।
তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের তৎপরতার মুখে আল-কায়েদা প্রায় ধামাচাপা পড়ার পরিস্থিতির মুখে পড়েছে। কিন্তু আল-কায়েদার উপস্থিতি এখনো বজায় আছে তাই তুলে ধরার জন্য এ ভিডিও বার্তা দেয়া হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
৯/১১’এর ঘটনার ১৫তম বার্ষিকী পালন করছে আমেরিকা। ১৫ বছর আগে এ দিনে নজিরবিহীন সন্ত্রাসী হামলায় আমেরিকায় তিন মানুষ নিহত এবং ১০০০ কোটি ডলার মূল্যের সম্পত্তি এবং অবকাঠামো ধ্বংস হয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/১১