হিলারি ক্লিন্টন সম্পূর্ণ সুস্থ: বারাক ওবামা
-
বারাক ওবামা
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের সুস্থতার ব্যাপারে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার জন্য শারিরীকভাবে হিলারি ক্লিন্টনের পূর্ণ মাত্রায় সক্ষমতা রয়েছে।
মঙ্গলবার ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে এক নির্বাচনি প্রচারসভায় হিলারির প্রতি এ আস্থা প্রকাশ করেন ওবামা। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বিদেশ সফরকারী পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন হিলারি ক্লিন্টন। কাজেই অন্য যেকোনো প্রার্থীর চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য তার যোগ্যতা বেশি রয়েছে।
রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করে ওবামা বলেন, বিদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা কিংবা দেশের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফের দায়িত্ব পালনের যোগ্যতা কোনো অবস্থায়ই এই ব্যক্তির নেই।
সম্প্রতি আমেরিকায় ১১ সেপ্টেম্বরের ঘটনার বার্ষিকীর এক অনুষ্ঠানে জনসমক্ষেই অসুস্থ হয়ে পড়েছিলেন ৬৮ বছর বয়সি হিলারি ক্লিন্টন। তার প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয়েছিল। হিলারির এই অসুস্থ হয়ে পড়ার ঘটনাকে পূর্ণ মাত্রায় ব্যবহার করেন তার প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দেশ পরিচালনার মতো পূর্ণ শারিরীক সুস্থতা হিলারি ক্লিন্টনের নেই।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪