মার্কিন মদদপুষ্ট গোষ্ঠী ভঙ্গ করছে সিরিয়ার যুদ্ধবিরতি
https://parstoday.ir/bn/news/world-i20092-মার্কিন_মদদপুষ্ট_গোষ্ঠী_ভঙ্গ_করছে_সিরিয়ার_যুদ্ধবিরতি
সিরিয়ার যুদ্ধবিরতি এ পর্যন্ত অন্তত ২৩ দফা ভঙ্গ করা হয়েছে। গত সোমবার থেকে গোটা সিরিয়ায় কার্যকর করার পর মার্কিন মদদপুষ্ট কথিত মধ্যপন্থী বিদ্রোহীরা এ যুদ্ধবিরতি ভঙ্গ করেছে বলে জানিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে আলেপ্পোতে অন্তত ছয় জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৬ ১১:৪৯ Asia/Dhaka
  • মার্কিন মদদপুষ্ট গোষ্ঠী ভঙ্গ করছে সিরিয়ার যুদ্ধবিরতি

সিরিয়ার যুদ্ধবিরতি এ পর্যন্ত অন্তত ২৩ দফা ভঙ্গ করা হয়েছে। গত সোমবার থেকে গোটা সিরিয়ায় কার্যকর করার পর মার্কিন মদদপুষ্ট কথিত মধ্যপন্থী বিদ্রোহীরা এ যুদ্ধবিরতি ভঙ্গ করেছে বলে জানিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে আলেপ্পোতে অন্তত ছয় জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।

রুশ জেনারেল স্টাফের কর্মকর্তা ভিক্তর পোজনিখির বলেন, সিরিয় সরকার যুদ্ধবিরতি মেনে চলছে। তিনি বলেন, গোলাবর্ষণ পুরোপুরি বন্ধ করে দিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। কিন্তু মার্কিন মদদপুষ্ট কথিত মধ্যপন্থী বিদ্রোহীরা দুর্ভাগ্যজনকভাবে যুদ্ধবিরতি মানছে বলে জানান তিনি। অবশ্য তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ এবং জাবহাত আন-নুসরা অধিকৃত অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর হয় নি বলে জানান তিনি।

সিরিয় সেনা অবস্থানসহ আবাসিক এলাকার ওপর তারা গোলাবর্ষণ করেছে বলে জানান ভিক্তর পোজনিখির। এছাড়া, আলেপ্পোয় ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রসহ স্নাইপারদের হামলার শিকার হয়েছে সিরিয় সেনাবাহিনী। 

উসকানির পাল্টা জবাব না দেয়ার জন্য দামেস্কের প্রতি আহ্বান জানিয়ে মস্কো বলেছে, এতে যুদ্ধবিরতি হুমকিতে পড়বে।#

পার্সটুডে/মূসা রেজা/১৪