সুস্থতা নিয়ে নানা গুজব: তবু এগিয়ে হিলারি
মার্কিন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন এখনো প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। হিলারি ক্লিনটনের সুস্থতা নিয়ে যখন নানামুখী গুজব ও গুঞ্জন চলছে তখন এ জনমত জরিপের তথ্য প্রকাশ পেল।
রয়টার্স/ইপসোস পরিচালিত জরিপে দেখা যাচ্ছে- হিলারি এখনো চার পয়েন্ট বেশি পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। জনমত জরিপে হিলারি ৪২ ভাগ সমর্থন পেয়েছেন। অন্যদিকে নিউ ইয়র্কের ধনকুবের ড্রোনাল্ড ট্রাম্পের পক্ষে রয়েছে ৩৮ ভাগ জনমত। নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী গ্রে জনসন সাতভাগ ও গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনকে দুই ভাগ মানুষ সমর্থন দিয়েছেন।
হিলারি সম্প্রতি স্বাস্থ্যগত সমস্যায় পড়েছেন। নির্বাচনী সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বেশ কয়েকবার মারাত্মক কাশির মুখে পড়েছেন। এছাড়া, চার বছর আগে স্ট্রোক করার পর তার মস্তিষ্কে রক্ত জমাট বেধেছিল বলে গুজব ছড়িয়ে পড়েছে। কয়েকদিন আগে হিলারি ঘোষণা দিয়েছেন, নিউমোনিয়ার কারণে অসুস্থ থাকায় তিনি কয়েকদিন নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না। এই অবকাশে জনমত জরিপ পরিচালনা করা হয়েছে।
নির্বাচনে যদি ৭০ বয়সী ট্রাম্প বিজয়ী হন তাহলে তিনি হবেন আমেরিকার সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। অন্যদিকে, হিলারি জিতলে তিনি হবেন দ্বিতীয় সর্বোচ্চ বয়সী প্রেসিডেন্ট। তবে হিলারি হবেন আমেরিকার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭