‘কিউবা ও ভিয়েতনামের সামরিক ঘাঁটি আবার চালু করবে রাশিয়া’
কিউবা এবং ভিয়েতনামের সামরিক ঘাঁটি আবার চালু করার কথা ভাবছে রাশিয়া। রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী নিকোলাই পানকোভ আজ (শুক্রবার) দেশটির সংসদে দেয়া বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, এই দুই স্থানের সামরিক ঘাঁটি বন্ধ করে দেয়ার অতীত সিদ্ধান্ত নিয়ে চিন্তা-ভাবনা চলছে। অবশ্য এ নিয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেছেন তিনি।
তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করে নি। এছাড়া, এ বিষয়ে মন্তব্য করার জন্য কিউবার কোনো কর্মকর্তাকে পাওয়া যায় নি।
শীতল যুদ্ধের সময় কিউবা ও ভিয়েতনামের ঘাঁটিগুলো বিশ্বব্যাপী সোভিয়েত ইউনিয়নের সামরিক শক্তির উপস্থিতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ২০০০ সালের দিকে এ দুই দেশের ঘাঁটি বন্ধ করে দিয়েছিল রাশিয়া।#
পার্সটুডে/মূসা রেজা/৭