চীনের প্রভাব ঠেকাতে জিবুতিতে ঘাঁটি সম্প্রসারণ করবে জাপান
https://parstoday.ir/bn/news/world-i22912-চীনের_প্রভাব_ঠেকাতে_জিবুতিতে_ঘাঁটি_সম্প্রসারণ_করবে_জাপান
পূর্ব আফ্রিকায় সামরিক ঘাঁটি সম্প্রসারণ করবে জাপান। চীনের প্রভাব ঠেকানোর লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করছে জাপান। জাপানের সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৪, ২০১৬ ১২:৫৫ Asia/Dhaka
  • চীনের প্রভাব ঠেকাতে জিবুতিতে ঘাঁটি সম্প্রসারণ করবে জাপান

পূর্ব আফ্রিকায় সামরিক ঘাঁটি সম্প্রসারণ করবে জাপান। চীনের প্রভাব ঠেকানোর লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করছে জাপান। জাপানের সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

টোকিওর সরকারি সূত্র থেকে বলা হয়েছে, জিবুতিতে জাপানের সেনাবাহিনীর ব্যবহৃত ঘাঁটি সম্প্রসারণের অনুমতি স্থানীয় কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে।

সোমালিয়া উপকূলের এডেন উপসাগরে জলদস্যুদের ওপর নজরদারির জন্য ২০১১ সালে এ ঘাঁটি স্থাপন করেছিল জাপান। মার্কিন ক্যাম্প লিমোনিয়ারের পাশেই এটি স্থাপন করা হয়। জাপানের বাইরে এটি দেশটির সেনাবাহিনীর প্রথম ঘাঁটি।

ঘাঁটিতে ১৮০ জন জাপানি সেনা রয়েছে। নানা অনুশীলনসহ এসব সেনা মার্কিনীদের সঙ্গে যৌথ মহড়া চালিয়ে থাকে। এ ঘাঁটি সম্প্রসারণ করে বিমান অবতরণের ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। জরুরি অবস্থায় জাপানি নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য এ ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলে দাবি করা হচ্ছে।

আফ্রিকায় চীন ব্যাপকভাবে বিনিয়োগ বাড়াচ্ছে। এ অবস্থায় চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ঘাঁটি সম্প্রসারণ করা প্রয়োজন বলে রয়টার্সকে জাপানি সূত্র থেকে জানানো হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৪