‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে চীনকে ঘিরে ফেলবে আমেরিকা’
(last modified Fri, 14 Oct 2016 17:10:07 GMT )
অক্টোবর ১৪, ২০১৬ ২৩:১০ Asia/Dhaka
  • মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা-থাড
    মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা-থাড

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিতে সহায়তা বন্ধ না করলে চীনকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে ঘিরে ফেলা হবে। অনুসন্ধানি ওয়েবসাইট ইউকিলিকসের ফাঁস করা নতুন তথ্য থেকে এ কথা জানা গেছে।

হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করার পর যেসব তথ্য বেরিয়েছে তার মধ্যে চীনকে ঘিরে ফেলার বিষয়ে মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য অন্যতম। এতে তিনি চীনকে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় মিত্র বলে উল্লেখ করেছেন এবং পিয়ংইয়ং উসকানিমূলকভাবে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেন। তবে হিলারি কাকে এ মেইল পাঠিয়েছিলেন তা পরিষ্কার নয়।

ফাঁস হওয়া তথ্য মতে- ২০১৩ সালে হিলারি ক্লিনটন ব্যক্তিগত ওই মেইলে বলেছিলেন, “আপনি জানেন যে, আমরা সবাই চীন সরকারকে বলেছি, যদি উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচির উন্নয়ন ঘটাতেই থাকে এবং তারা যদি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানায় তাহলে আমরা তা মেনে নেব না। সে ক্ষেত্রে আমরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে চীনকে ঘিরে ফেলব। আমরা ওই এলাকায় আরো নৌবহর মোাতয়েন করব। অতএব, উত্তর কোরিয়াকে চীন নিয়ন্ত্রণ করুক অন্যথায় আমরা নিজেদেরকে রক্ষা করব।”

দক্ষিণ কোরিয়ায় মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা-থাড মোতায়েন নিয়ে যখন চীন ও আমেরিকার মধ্যে তীব্র মতবিরোধ চলছে তখন হিলারি ক্লিনটনের এ বক্তব্য বের হলো।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪

 

ট্যাগ