অস্ত্র সরবরাহ করে দ. সুদানের গৃহযুদ্ধ জিইয়ে রাখছে ইসরাইল: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i23575-অস্ত্র_সরবরাহ_করে_দ._সুদানের_গৃহযুদ্ধ_জিইয়ে_রাখছে_ইসরাইল_জাতিসংঘ
জাতিসংঘ বলেছে, দক্ষিণ সুদানে অস্ত্র সরবরাহ করে গৃহযুদ্ধ জিইয়ে রাখছে ইহুদিবাদী ইসরাইল এবং বুলগেরিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেয়া গোপন প্রতিবেদনে জাতিসংঘ বিশেষজ্ঞ প্যানেল বলেছে, দক্ষিণ সুদানে অস্ত্র সরবরাহকারীরা শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২১, ২০১৬ ১৩:৩৭ Asia/Dhaka
  • অস্ত্র সরবরাহ করে দ. সুদানের গৃহযুদ্ধ জিইয়ে রাখছে ইসরাইল: জাতিসংঘ

জাতিসংঘ বলেছে, দক্ষিণ সুদানে অস্ত্র সরবরাহ করে গৃহযুদ্ধ জিইয়ে রাখছে ইহুদিবাদী ইসরাইল এবং বুলগেরিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেয়া গোপন প্রতিবেদনে জাতিসংঘ বিশেষজ্ঞ প্যানেল বলেছে, দক্ষিণ সুদানে অস্ত্র সরবরাহকারীরা শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে।

গতকাল প্রতিবেদনটি নিরাপত্তা পরিষদে পেশ করা হয়েছে। এতে বলা হয়, পূর্ব ইউরোপ এবং মধ্যপ্রাচ্য থেকে সমন্বয়ের মাধ্যমে অস্ত্র সংগ্রহ করা হয় এবং পূর্ব আফ্রিকার দালালদের মাধ্যমে তা নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদানে পাচার করা হয়। ২০১৪ সাল বা তার আগে থেকে বুলগেরিয়া এবং ইহুদিবাদী ইসরাইল এভাবে অস্ত্র সরবরাহ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ৮ আগস্ট থেকে দক্ষিণ সুদানে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ওই দিন স্টেট হাউজ নামে পরিচিত প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট সালভা কির ও তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট রায়েক মাচারের মধ্যে বৈঠকের সময় কাছাকাছি এলাকায় গোলাগুলি শুরু হয়। সংঘর্ষে তিনশ'র বেশি মানুষ নিহত হয়েছিল।

২০১১ সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই দক্ষিণ সুদানে লাগাতার গোলযোগ চলছে।#

পার্সটুডে/মূসা রেজা/২‌১