ক্যামেরুনে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৫৫, আহত ৬০০
https://parstoday.ir/bn/news/world-i23653-ক্যামেরুনে_যাত্রীবাহী_ট্রেন_লাইনচ্যুত_হয়ে_নিহত_৫৫_আহত_৬০০
ক্যামেরুনে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৫৫ জন নিহত এবং প্রায় ৬০০ যাত্রী আহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২২, ২০১৬ ০৯:৩৩ Asia/Dhaka
  • ক্যামেরুনে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৫৫, আহত ৬০০

ক্যামেরুনে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৫৫ জন নিহত এবং প্রায় ৬০০ যাত্রী আহত হয়েছে।

দেশটির পরিবহনমন্ত্রী এডগার অ্যালেন এমবি নেগো বলেছেন, রাজধানী ইয়াওন্দি থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে ইসেকা শহরের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। রাজধানী থেকে দেশটির বাণিজ্যিক নগরী দোলায় যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

দুর্ঘটনার কারণ জানা যায় নি। তবে ট্রেনটি যাত্রা শুরুর আগে অতিরিক্ত যাত্রীদের স্থান সংকুলানের জন্য বাড়তি বগি যোগ করা হয়েছিল। অবশ্য দুর্ঘটনার ক্ষেত্রে এ বাড়তি বগির কোনো ভূমিকা আছে কিনা তা পরিষ্কারভাবে জানা যায় নি। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ট্রেনটির অনেকগুলো বগি লাইনচ্যুত হয়ে পড়ে আছে।#

পার্সটুডে/মূসা রেজা/২২