মার্কিন পাইমারিতে নেভাদায় হিলারি, ক্যালিফোর্নিয়ায় ট্রাম্প বিজয়ী
(last modified Sun, 21 Feb 2016 13:29:21 GMT )
ফেব্রুয়ারি ২১, ২০১৬ ১৯:২৯ Asia/Dhaka
  • মার্কিন পাইমারিতে নেভাদায় হিলারি, ক্যালিফোর্নিয়ায় ট্রাম্প বিজয়ী

২১ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পাইমারিতে নেভাদা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক দল থেকে হিলারি ক্লিনটন এবং সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। এর আগে চলতি মাসের প্রথম দিকে ট্রাম্প নিউ হ্যাম্পশায়ারে বিজয়ী হয়েছেন। এছাড়া, তিনি আইওয়াতে দ্বিতীয় অবস্থানে ছিলেন।

রিপাবলিকান দলের অন্য দুই প্রার্থী সিনেটর টেড ক্রুজ এবং মার্কো রুবিওর মধ্যে সাউথ ক্যারোলাইনায় দ্বিতীয় অবস্থানের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হয়। এ অঙ্গরাজ্যে বিজয়ী হওয়ার পর ট্রাম্প সেখানকার জনগণকে ধন্যবাদ দিয়েছেন এবং সাউথ ক্যারোলাইনাকে বিশেষ অঙ্গরাজ্য বলে উল্লেখ করেন। ট্রাম্প ভোট পেয়েছেন শতকরা ৩৩ ভাগ। তার কাছের প্রতিদ্বন্দ্বী ক্রুজ এবং রুবিও পেয়েছেন শতকরা ২২ ভাগ ভোট।

নেভাদায় হিলারি পেয়েছেন শতকরা ৫২ ভাগ ভাট আর তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন শতকরা ৪৭ ভাগ ভোট। পরাজয়ের পর স্যান্ডার্স বলেছেন, তিনি শুরুর দিকে প্রচারণার ক্ষেত্রে আরো পেছনে ছিলেন; এখন এগিয়েছেন, তাতে তিনি খুশি।#

রেডিও তেহরান/এসআই/২১

ট্যাগ