সিনাই উপদ্বীপে মিশরের বিমান হামলা: ৭০ তাকফিরি জঙ্গি নিহত
-
সিনাই উপত্যকার আকাশে মিশরীয় বিমান বাহিনীর একটি এফ-১৬ জঙ্গিবিমান (ফাইল ছবি)
সিনাই উপদ্বীপে মিশরের বিমান বাহিনীর হামলায় অন্তত ৭০ জন তাকফিরি জঙ্গি নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দায়েশের মিশরীয় শাখা ‘বেলায়েত সিনাই’ গোষ্ঠী নিয়ন্ত্রিত ‘বোলুস’ গ্রামের কয়েকটি আস্তানায় রোববার বোমাবর্ষণ করে বিমান বাহিনী।
এতে আরো ৭০ জঙ্গি আহত হয়। হামলায় দায়েশ জঙ্গিদের বেশ কিছু যানবাহন ও সাঁজোয়া যান ধ্বংস হয়।
অজ্ঞাত বন্দুকধারীরা রাজধানী কায়রোর কাছে একজন সেনা মিশরীয় কর্মকর্তাকে গুলি করে হত্যা করার পর বিমান বাহিনীর এ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। ওই সেনা কর্মকর্তা সিনাই উপত্যকায় দায়িত্ব পালন করছিলেন এবং তার নেতৃত্বে দায়েশ জঙ্গিদের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালিত হয়েছে। সম্প্রতি ছুটি কাটাতে কায়রো ফিরে গিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আদেল রাগাই। তাকে শনিবার তার বাসভবনের কাছে হত্যা করা হয়।
২০১৫ সালের জুলাই মাসে সিনাই উপদ্বীপের বেশ কিছু সেনা চৌকিতে হামলা চালায় বেলায়েত সিনাই। এসব হামলায় ২১ জন সৈন্য নিহত হয়। এরপর ওই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করে মিশরের সশস্ত্র বাহিনী।
মিশরীয় সামরিক সূত্র আরো জানিয়েছে, সিনাই উপত্যকার একটি কমিউনিকেশন টাওয়ারে জঙ্গিদের পুতে রাখা চারটি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী। এগুলো বিস্ফোরিত হলে ওই টাওয়ারটি ধ্বংস হয়ে যেতে পারত।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪