অক্টোবর ২৫, ২০১৬ ২১:৩৫ Asia/Dhaka
  • পরমাণু সমঝোতার জন্য চ্যাথাম হাউজ পুরস্কার পাচ্ছেন কেরি ও জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে চলতি বছরের চ্যাথাম হাউজ পুরস্কার দেয়া হবে।

ব্রিটেন-ভিত্তিক রাজকীয় এই সংস্থা ৬টি বড় দেশের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা অর্জনের আলোচনায় প্রধান ভূমিকা রাখার জন্য এই পুরস্কার দেয়ার কথা ঘোষণা করেছে। 
চ্যাথাম হাউজের বেশির ভাগ সদস্যদের ভোটে এই পুরস্কারের জন্য যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হয়ে থাকে।
২০১৫ সালের ওই পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান তার পরমাণু তৎপরতা অনেকাংশে কমিয়ে আনতে রাজি হয় এবং বিনিময়ে ইরানের পরমাণু তৎপরতা সম্পর্কিত সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলা হয়েছে। 
ইরানের অনেকেই এই চুক্তির বিরোধিতা করলেও ইসলামী এই দেশটির সংসদ তা অনুমোদন করেছে। 
পরমাণু এই সমঝোতা অর্জনকে খুবই অসাধ্য প্রক্রিয়া বলে মনে করা হত। অবশেষে এই সমঝোতা অর্জিত হয় এবং এতে কূটনীতির বিজয় হয়েছে বলে অনেকেই উল্লেখ করে থাকেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই সমঝোতাকে স্বীকৃতি দিয়েছে। #    
পার্সটুডে/মু.আ.হুসাইন/২৫

ট্যাগ