দিয়ারবাকিরের ২ মেয়রকে আটক করেছে তুরস্কের পুলিশ
-
দিয়ারবাকির শহরের দুই কো-মেয়র গুলতান কিসানাক (বামে) ও ফিরাত আনলিক (ফাইল ছবি)
জঙ্গিদের সহায়তা করার অভিযোগে দেশটির কুর্দি-অধ্যুষিত দিয়ারবাকির শহরের দুই কো-মেয়রকে আটক করেছে তুরস্কের পুলিশ। মঙ্গলবার রাতে গুলতান কিসানাক ও ফিরাত আনলিকে আটক করা হয়। নিরাপত্তা বাহিনী তাদের বাসভবন ও অফিসে ব্যাপক তল্লাশিও চালিয়েছে।
দিয়ারবাকির’র সরকারি কৌঁসুলির দপ্তর থেকে জানানো হয়েছে, সন্ত্রাসবাদে জড়িত থাকার ব্যাপারে এক তদন্তের সূত্র ধরে দুই মেয়রকে আটক করা হয়েছে। দু’জনের বিরুদ্ধেই কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র সমর্থনে বক্তব্য রাখার অভিযোগ আনা হয়েছে।
তুরস্কের এক কোটি ৬০ লাখ কুর্দি জনগোষ্ঠীর জন্য স্বায়ত্বশাসনের দাবিতে গত কয়েক দশক ধরে সরকার বিরোধী সশস্ত্র আন্দোলন করে যাচ্ছে পিকেকে। তুর্কি সরকার এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করে।
দুই কো-মেয়রের বিরুদ্ধে নিহত বিদ্রোহীদের লাশ বহনের জন্য মিউনিসিপালিটির গাড়ি ব্যবহার করতে দেয়ারও অভিযোগ আনা হয়েছে। তারা সরকার বিরোধী সহিংস বিক্ষোভ উস্কে দিচ্ছেন বলে সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এর আগে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, পিকেকে বিদ্রোহীদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে সরকারি দায়িত্বে থাকা যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তুরস্কের সরকার ও পিকেকে বিদ্রোহীদের মধ্যে একটি যুদ্ধবিরতি ২০১৫ সালের জুলাই মাসে ভেঙে যায়। তখন থেকে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর পিকেকে’র হামলা বেড়ে গেছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬