কেঁচো খুড়তে সাপ: হিলারির বিরুদ্ধে আবার এফবিআই তদন্ত
(last modified Mon, 31 Oct 2016 06:20:16 GMT )
অক্টোবর ৩১, ২০১৬ ১২:২০ Asia/Dhaka
  • হিলারি ক্লিনটন, হুমা আবেদিন ও অ্যান্থনি ওয়েইনার (ডানে)
    হিলারি ক্লিনটন, হুমা আবেদিন ও অ্যান্থনি ওয়েইনার (ডানে)

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের একবারে শেষ মুহূর্তে এসে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন নতুন জটিলতায় পড়েছেন। ই-মেইল কেলেংকারি ইস্যুতে তার বিরুদ্ধে আবার তদন্তে নামছে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই। এরইমধ্যে সংস্থাটি হিলারির বিরুদ্ধে তদন্তে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেয়েছে।

রিপাবলিকান নিয়ন্ত্রিত  কংগ্রেসের কাছে এফবিআই’র পরিচালক জেমস কোমি একটি চিঠি লেখার পর তিনি তদন্তের অনুমতি পেয়েছেন। আগামী ৮ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার মাত্র সপ্তাহখানেক আগে এই বিব্রতকর অবস্থায় পড়লেন হিলারি।

মার্কিন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে- ডেমোক্র্যাট দলের সাবেক প্রতিনিধি পরিষদের সদস্য অ্যান্থনি ওয়েইনারের যৌন কেলংকারির ঘটনা তদন্ত করতে গিয়ে হিলারি ক্লিনটনের সর্বশেষ ই-মেইল কেলংকারি বেরিয়ে আসে। ওয়েইনার হচ্ছেন হিলারির নির্বাচনী প্রচারণার শীর্ষ পর্যায়ের সহকারী হুমা আবেদিনের সাবেক স্বামী।

ওয়েইনারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে- তিনি এক কিশোরির সঙ্গে যৌন কেলেংকারিতে জড়িত। বিষয়টি তদন্ত করতে গিয়ে এফবিআই সদস্যদের নজরে পড়েছে যে, হিলারির ব্যবহার করা সার্ভারের মাধ্যমে হুমা আবেদিন বহু মেইল আদান প্রদান করেছেন। অথচ গত জুন মাসে হুমা বিষয়টি চেপে গেছেন এবং শপথ করে বলেছিলেন, হিলারির ই-মেইল কেলেংকারির সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য সব ধরনের কাগজপত্র ও ডিভাইস তিনি হস্তান্তর করেছেন।

এদিকে, মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট দলের নেতা হ্যারি রিড বলেছেন, নির্বাচনের আগ মুহূর্তে এসে হিলারির বিরুদ্ধে এফবিআই নতুন করে তদন্তে নেমে মূলত রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সুবিধা দিতে চাইছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১

 

ট্যাগ