নির্বাচনের আগ মুহূর্তে হিলারিকে পেছনে ফেললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র সপ্তাহখানেক আগে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে জনপ্রিয়তার দিক দিয়ে পেছনে ফেলেছেন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। গত মে মাসের পর এই প্রথম হিলারিকে তিনি জনপ্রিয়তায় পেছনে ফেলতে সক্ষম হলেন।
ধারণা করা হচ্ছে, নতুন ই-মেইল কেলেংকারিতে হিলারির বিরুদ্ধে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই তদন্ত শুরু করার পর হিলারির জনপ্রিয়তায় ভাটা পড়েছে। এবিসি টেলিভিশন এবং ওয়াশিংটন পোস্ট পরিচালিত নতুন জনমত জরিপে দেখা যাচ্ছে- শতকরা ৪৬ ভাগ ভোটার বলেছেন, তারা নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেবেন। অন্যদিকে, শতকরা ৪৫ ভাগ ভোটার বলছেন, তারা হিলারি ক্লিনটনকে সমর্থন করবেন।
মঙ্গলবার এ জনমত জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী গ্যারি জনসন শতকরা তিন ভাগ ও গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন দুই ভাগ সমর্থন পেয়েছেন।
নতুন জনমত জরিপে হিলারির ওপর ট্রাম্পের এক ভাগ বেশি সমর্থন যদিও অনেক বড় কিছু না তারপরও ঘটনাটি বেশ উল্লেখযোগ্য এ কারণে যে, গত মে মাসের পর ট্রাম্প এই প্রথম হিলারির চেয়ে ভোটারদের মাঝে জনপ্রিয়তায় এগিয়ে গেলেন। মে মাসে ট্রাম্প হিলারির চেয়ে ২ পয়েন্ট এগিয়ে ছিলেন। রিয়েল সেন্টার পলিটিক্সের তথ্য মতে- গত শুক্রবার হিলারির জনপ্রিয়তা ৪.৬ ভাগ ও সোমবার ২.৫ ভাগ পড়ে গেছে।#
পাসর্টুডে/সিরাজুল ইসলাম/২