হিলারি অযোগ্য ও বিকৃত মস্তিষ্কের অধিকারী: ডোনাল্ড ট্রাম্প
আমেরিকায় যতই নির্বাচন ঘনিয়ে আসছে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ততই তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে ব্যাপকভাবে বাগযুদ্ধে জড়িয়ে পড়ছেন।
ফ্লোরিডা অঙ্গরাজ্যের পেনসাকোলায় এক নির্বাচনী জনসমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় মার্কিন কোটিপতি ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প বলেন, দেশকে পরিচালনার ক্ষেত্রে হিলারি ক্লিনটন অযোগ্য এবং তিনি বিকৃত মস্তিষ্কের অধিকারী।
ট্রাম্প তার বক্তৃতায় বলেন, সাম্প্রতিক ফলাফল থেকে স্পষ্ট হয়ে উঠছে যে, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারির চেয়ে তিনি এগিয়ে রয়েছেন। পাশাপাশি আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় ভোটাভুটিতে রিপাবলিকানদের বিজয়ী হওয়ার ব্যাপারে জোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ট্রাম্প বলেন, "আমরা অত্যন্ত আনন্দিত যে, গত কয়েকদিনে আমাদের পক্ষে বিপুল সংখ্যক ভোটার রায় দিয়েছে। লস অ্যাঞ্জেলেস টাইমসের নতুন জরিপের ফলাফলে আমরা সারা দেশে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছি।"
নতুন ই-মেইল কেলেংকারিতে হিলারির বিরুদ্ধে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই তদন্ত শুরু করার পর হিলারির জনপ্রিয়তায় ভাটা পড়েছে। ইউএসসি ডোর্নসিফ/লস অ্যাঞ্জেলেস টাইমস "ডে-ব্রেক" জরিপের ফলাফলে দেখা যাচ্ছে ট্রাম্প হিলারির চেয়ে ৫.৪ পয়েন্টে এগিয়ে রয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, "আমরা ফ্লোরিডা অঙ্গরাজ্যে জয় লাভ করতে যাচ্ছি এবং হোয়াইট হাউজে যাওয়ার লড়াইয়েও বিজয়ী হব।#
পার্সটুডে/বাবুল আখতার/৩