‘হিলারি ও ট্রাম্প আমেরিকার ইতিহাসের সবচেয়ে ঘৃণিত প্রার্থী’
আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন তার দুই প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকার ইতিহাসে এই দু’জনের মতো এত ঘৃণ্য প্রার্থী আর কখনো ছিল না।
রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী হিলারি সম্প্রতি স্টেইনকে আক্রমণ করে বক্তব্য দেয়ার পর এক রেডিও সাক্ষাৎকারে এ মন্তব্য করেন গ্রিন পার্টির এই প্রেসিডেন্ট প্রার্থী। নিউজরেডিও’কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকার প্রধান দু’টি দল দেশে একটি ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে। কাজেই জনগণ যেন এই দুই দলের প্রার্থীকে রায় দিয়ে তাদের ভোট নষ্ট না করে। এর পরিবর্তে এমন একটি দলের প্রার্থীকে ভোট দেয়া উচিত যেটি আমেরিকায় সত্যিকারের পরিবর্তন আনতে চায়।
স্টেইনের পাশাপাশি আসন্ন নির্বাচনে লিবার্টারিয়ান প্রার্থী গ্যারি জনসনকে সাম্প্রতিক টেলিভিশন বিতর্কে অংশই নিতে দেয়া হয়নি। আমেরিকারই অনেক মানুষ এখনো জানেন না তাদের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ও ট্রাম্প ছাড়া আরো দু’জন প্রার্থী রয়েছেন।
গ্রিন পার্টির প্রার্থী স্টেইন বলেন, ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা তাদের দুই প্রার্থীকে ভোট দেয়ার জন্য জনগণের ওপর যে চাপ সৃষ্টি করছে তা রীতিমতো ভীতিকর। এই দুই দল চায় জনগণ তৃতীয় কোনো প্রার্থীকে ভোট না দিক। এটিকে তিনি কথিত গণতন্ত্রের মারাত্মক ত্রুটি বলে অভিহিত করেন।
জিল স্টেইন বলেন, আমাদের ইতিহাসে হিলারি ও ডোনাল্ড সবচেয়ে ঘৃণ্য ও অবিশ্বস্ত প্রার্থী। আমাদের ভোট অর্জন করার যোগ্যতা তাদের নেই। তারা আমাদের ভোট জোর করে গ্রহণ করতে চায়। আমরা স্বেচ্ছায় তাদেরকে ভোট দেব না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬