হেরে যাবেন ট্রাম্প, জিতবেন হিলারি: হিনা রব্বানি
(last modified Sun, 06 Nov 2016 13:24:19 GMT )
নভেম্বর ০৬, ২০১৬ ১৯:২৪ Asia/Dhaka
  • হিনা রব্বানি (বামে) ও হিলারি ক্লিনটন
    হিনা রব্বানি (বামে) ও হিলারি ক্লিনটন

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার ভবিষ্যদ্বাণী করে বলেছেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন বিজয়ী হবেন, কারণ তাকেই বেশি যোগ্য ও অভিজ্ঞ প্রার্থী মনে করা হচ্ছে। অন্যদিকে, রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার উগ্রবাদী চিন্তা ও ধর্মীয় সাম্প্রদায়িকতা বিশেষ করে মুসলিম সমাজের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য নির্বাচনে হেরে যাবেন।

হিনা রব্বানি বলেন, “যদিও ধারণা করা হচ্ছে- নিবাচনে হিলারি ও ট্রাম্পের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে আমার মনে হচ্ছে মিসেস ক্লিনটন বিজয়ী হবেন। অন্য অনেকের মতো আমিও মনে করি- শুধু আমেরিকার জন্য নয় বরং পাকিস্তানসহ অনেক দেশের জন্যই হিলারি বিজয়ী হলে ভালো।” আজ (রোববার) এক আলোচনা অনুষ্ঠানে হিনা রব্বানি এ মন্তব্য করেন। পাকিস্তানের সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্পের চেয়ে হিলারিই পাকিস্তানকে বেশি জানেন।

পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে হিনা রব্বানি বলেন, এ দু দেশের মধ্যে সবসময়ই ভালো সম্পর্ক ছিল এবং তারই ফল হিসেবে পাক-চীন অর্থনৈতিক করিডর তৈরি হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে পাকিস্তান বিশাল অবকাঠামো পাবে এবং বর্তমান সরকারের উচিত প্রকল্পের কাজ সময়মতো শেষ করা।

ভারত-পাকিস্তান চলমান উত্তেজনা নিয়েও কথা বলেন হিনা রব্বানি। তিনি বলেন, ভারত সম্পর্কে পাকিস্তানের পররাষ্ট্রনীতি খুবই পরিষ্কার এবং ভারতের ক্ষেত্রে পাকিস্তানের পররাষ্ট্রনীতি সফল। পাকিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করার বিষয়ে ভারতের দাবিকে তিনি হাস্যকর বলেও মন্তব্য করেন।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬

 

ট্যাগ