২ বিপজ্জনক প্রার্থীকে ভোট দিতে বাধ্য হচ্ছে মার্কিন জনগণ: জিল স্টেইন
(last modified Tue, 08 Nov 2016 01:24:53 GMT )
নভেম্বর ০৮, ২০১৬ ০৭:২৪ Asia/Dhaka
  • গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন
    গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন দেশটির নির্বাচনি ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এমন ব্যবস্থা প্রবর্তন করা উচিত যেখানে ভোটাররা তাদের বিবেকের সঙ্গে আপোশ করতে কিংবা দুই খারাপ ব্যক্তির মধ্যে একজনকে ভোট দিতে বাধ্য না হয়।

আমেরিকার মাসিক পত্রিকা রিজনকে (Reason) দেয়া সাক্ষাৎকারে স্টেইন বলেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিন্টন- এই দু’জনই ‘বিপজ্জনক ও অগ্রহণযোগ্য’। তিনি আরো বলেন, জনগণকে এই প্রশ্নের মুখোমুখি দাড় করিয়ে দেয়া হয়েছে যে, তারা একজন ফ্যাসিস্টকে নাকি একজন যুদ্ধবাজকে ভোট দেবে? এটি জনগণের সঙ্গে অত্যন্ত নিষ্ঠুর আচরণ বলে তিনি মন্তব্য করেন।

গ্রিন পার্টির এই প্রার্থী বলেন, “ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে যাচ্ছেন এটা ভাবতে যে কারো গা শিউরে উঠবে। কিন্তু সেইসঙ্গে একথাও সত্য যে, সেখানে হিলারি ক্লিন্টনকে পাঠিয়েও আমাদের রাতে ভালো ঘুম হবে না।”

জিল স্টেইন আরো বলেন, “আলাদা আলাদা কারণে তারা দু’জনই বিপদজ্জনক ও অগ্রহণযোগ্য। ঠিক এ কারণেই আমি এই নির্বাচনি ব্যবস্থায় পরিবর্তন আনার দাবি জানাচ্ছি। এমন নির্বাচনি ব্যবস্থা প্রবর্তন করা উচিত যেখানে নির্বাচিত ব্যক্তিরা সমাজের মুষ্টিমেয় কিছু শক্তিশালী মানুষের সেবকে পরিণত না হয়।”

হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রে আজ অনুষ্ঠিত হচ্ছে বহু বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন। এর প্রধান দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিন্টন। এ নির্বাচনে আরো দু'জন প্রার্থী থাকলেও তাদের কথা গণমাধ্যমে তেমন একটা প্রচারিত হয়নি। গ্রিন পার্টির প্রাথী জিল স্টেইনের পাশাপাশি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন লিবার্টারিয়ান প্রার্থী গ্যারি জনসন। কিন্তু এ দু'জনকে সাম্প্রতিক টেলিভিশন বিতর্কে অংশ নিতে দেয়া হয়নি। আমেরিকারই অনেক মানুষ জানেন না তাদের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ও ট্রাম্প ছাড়া আরো দু’জন প্রার্থী রয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮

ট্যাগ