আমেরিকার পতাকায় আগুন দিল ক্ষুব্ধ মার্কিন জনগণ (ভিডিও)
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ দেখিয়েছেন শত শত মানুষ। তারা রাগে-ক্ষোভে আমেরিকার জাতীয় পতাকায় আগুনও দিয়েছেন।
বুধবার ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর শত শত মানুষ অরগেন অঙ্গরাজ্যের বৃহত্তম শহর পোর্টল্যান্ডের রাস্তায় নেমে আসেন। এ সময় বিক্ষোভকারীদের তোলা ভিডিওতে তাদেরকে ট্রাম্প-বিরোধী স্লোগান এবং আমেরিকার পতাকায় আগুন দিতে দেখা যায়।
অরগেন অঙ্গরাজ্যের বেশিরভাগ মানুষ ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে ভোট দিয়েছেন।
এ ছাড়া, ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও বিক্ষোভ হয়েছে। সেখানেও নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে নানা স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা।
মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরে গেছেন হিলারি ক্লিন্টন। এ নির্বাচনে ট্রাম্প পেয়েছেন ২৮৯টি ইলেকটোরাল ভোট। অন্যদিকে ক্লিন্টন লাভ করেছেন ২১৮টি ইলেকটোরাল ভোট।
আমেরিকার আইন অনুযায়ী, ২০১৭ সালের ২০ জানুয়ারি দুপুর পর্যন্ত বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যাবেন। ওইদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্টসহ হোয়াইট হাউজের দায়িত্ব গ্রহণ করবেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০