এবার তৃতীয়-দলের প্রার্থীদের দায়ী করল হিলারির প্রচারণা দল
(last modified Fri, 11 Nov 2016 02:40:36 GMT )
নভেম্বর ১১, ২০১৬ ০৮:৪০ Asia/Dhaka
  • বুধবার নির্বাচনের রায় শোনার পর কান্নায় ভেঙে পড়েন হিলারির সমর্থকরা
    বুধবার নির্বাচনের রায় শোনার পর কান্নায় ভেঙে পড়েন হিলারির সমর্থকরা

সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রচারণা বিভাগ এবার তার পরাজয়ের জন্য তৃতীয়-দলের প্রার্থীদের দায়ী করেছে। এর আগে তারা হিলারির পরাজয়ের জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এবং 'অল্পশিক্ষিত' ভোটারদের দায়ী করেছিলেন।

ক্লিন্টনের সমর্থকরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করে হিলারির হোয়াইট হাউজে যাওয়ার স্বপ্ন ধুলিস্যাত হয়ে যাওয়ার জন্য লিবারটারিয়ান প্রার্থী গ্যারি জনসন ও গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনকে দায়ী করেন।

তারা মনে করছেন, জনসন ও স্টেইন যেসব ভোট টেনেছেন সেগুলো পেলে হিলারি নিশ্চিতভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হতেন। বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে খুবই অল্প ভোটের ব্যবধানে ট্রাম্প জয়লাভ করেছেন। ওইসব অঙ্গরাজ্যে স্টেইন ও জনসনের পাওয়া ভোটের চেয়ে ওই ব্যবধান ছিল কম। পপুলার ভোটে জয়লাভ করা সত্ত্বেও ৮ নভেম্বরের নির্বাচনের ইলেকটোরাল ভোটে ২৮৯-২১৮ ব্যবধানে হেরে যান ক্লিন্টন।

বাম দিক থেকে- হিলারি ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, গ্যারি জনসন ও জিল স্টেইন

দুই শীর্ষ প্রার্থীর ধারেকাছে যেতে না পারলেও জনসন প্রায় ৩০ লাখ এবং স্টেইন ১০ লাখের কিছু বেশি ভোট পেয়েছেন। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে মূলধারার দুই দলের বাইরের কোনো প্রার্থীর পাওয়া সর্বোচ্চ ভোট। ২০১২ সালের নির্বাচনে তৃতীয়-দলের প্রার্থীরা ১০ লাখ ভোট পেতেও ব্যর্থ হয়েছিলেন।

জনসন ও স্টেইনের তুলনামূলক এত বেশি ভোট পাওয়ার যে কারণটি বুঝতে হিলারির সমর্থকরা ব্যর্থ হয়েছেন তা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারই দুই প্রধান প্রার্থী ছিলেন সবচেয়ে অজনপ্রিয়। ৮ নভেম্বরের নির্বাচনের একদিন আগে এবিসি নিউজ/ওয়াশিংটন পোস্টের চালানো জনমত জরিপে দেখা গেছে, আমেরিকার ৬০ শতাংশ ভোটার ট্রাম্পকে ভালো চোখে দেখেন না। অন্যদিকে হিলারির ব্যাপারে একই দৃষ্টিভঙ্গি পোষণ করেন ৫৬ শতাংশ ভোটার।

মূলধারার দুই প্রার্থীর এই অভূতপূর্ব অজনপ্রিয়তা ভোটারদের কাছে তৃতীয়-দলের প্রার্থীদের চাহিদা বাড়িয়ে দিয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১

ট্যাগ