জাকজাকিকে ‘অবিলম্বে’ মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে নাইজেরিয়ার আদালত
(last modified Sat, 03 Dec 2016 01:31:03 GMT )
ডিসেম্বর ০৩, ২০১৬ ০৭:৩১ Asia/Dhaka
  • শেখ ইব্রাহিম জাকজাকি
    শেখ ইব্রাহিম জাকজাকি

নাইজেরিয়ার একটি আদালত সেদেশের ইসলামি আন্দোলনের নেতা শেখ ইব্রাহিম জাকজাকিকে অবিলম্বে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে। নাইজেরিয়ার ফেডারেল হাই কোর্টের আবুজা শাখা শুক্রবার এক রায়ে জাকজাকির স্ত্রী জিনাতকেও মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে।

বিচারপতি গ্যাব্রিয়েল কোলাওল বলেছেন, “এই শিয়া নেতা ও তার স্ত্রীকে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে; যার ফলে তাদের অবাধ চলাফেরার অধিকার লঙ্ঘিত হয়েছে।” এ কারণে নাইজেরিয়ার ফৌজদারি আইন অনুযায়ী ইসলামি আন্দোলনের নেতাকে সস্ত্রীক মুক্তি দেয়ার নির্দেশ দেন তিনি।

এ ছাড়া, বেআইনিভাবে তাদেরকে প্রায় এক বছর আটক রাখার জন্য শেইখ জাকজাকি ও তার স্ত্রীকে ৭৯,০০০ ডলার ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

২০১৫ সালের ডিসেম্বরে সেনাবাহিনীর হামলায় মারাত্মক আহত হন জাকজাকি

২০১৫ সালের ১৪ ডিসেম্বর ইসলামি আন্দোলনের সমর্থক ও নাইজেরিয়ার সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রখ্যাত শিয়া আলেম ইব্রাহিম জাকজাকি ও তার স্ত্রীকে আটক করা হয়। কাদুনা রাজ্যের জারিয়া শহরের ওই সংঘর্ষে ইসলামি আন্দোলনের প্রায় ৩৫০ সমর্থক নিহত হন। জাকজাকি মারাত্মক আহত হন এবং সেনাবাহিনী তার বাড়িটি ধ্বংস করে দেয়।

বিচারপতি কোলাওল জাকজাকির জন্য নতুন বাসভবনের ব্যবস্থা করতে নাইজেরিয়ার কর্তৃপক্ষকে ৪৫ দিনের সময় দিয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩

 

ট্যাগ