ধর্ষণ ও নির্যাতনের বিষয়ে তদন্ত করুন: শ্রীলঙ্কাকে জাতিসংঘ
-
রাজধানী কলম্বোয় পুলিশের একটি টহল দল
শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ তদন্ত করার জন্য কলম্বোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি বুধবার এ আহ্বান জানানোর পাশাপাশি পুলিশকে দেয়া অতিরিক্ত ক্ষমতা নিয়ন্ত্রণ করারও অনুরোধ জানিয়েছে।
কমিটির এক প্রতিবেদনে শ্রীলঙ্কার কারাগারগুলো দুর্বিসহ পরিস্থিতি, আটকাবস্থায় মৃত্যু এবং আদালতে বলপ্রয়োগের স্বীকারোক্তি আদায়ের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন তৈরিতে ১০ জন স্বতন্ত্র মানবাধিকার কর্মীর সমন্বয়ে গঠিত একটি প্যানেলের পরামর্শ গ্রহণ করা হয়েছে।
প্রতিবেদনে ২০০৯ সালে শেষ হওয়া শ্রীলঙ্কার গৃহযুদ্ধের শেষ দিনগুলোতে সেনাবাহিনীর হাতে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ তদন্ত করে দেখারও আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া, ২০০৬ সালে ত্রিনকোমালির সমূদ্র সৈকতে পাঁচ ছাত্রের মৃত্যু এবং ১৭ ত্রাণকর্মীর নিহত হওয়ার ঘটনা বিশেষভাবে তদন্ত করার আহ্বান জানানো হয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮