‘লুকিয়ে’ থাকা রুশ ডুবোজাহাজের বিরুদ্ধে তল্লাসি চালাচ্ছে ন্যাটো
(last modified Sat, 10 Dec 2016 06:48:07 GMT )
ডিসেম্বর ১০, ২০১৬ ১২:৪৮ Asia/Dhaka
  • ‘বিমানবাহী রণতরী ঘাতক’ নামে পরিচিত রুশ অস্কার টু ক্লাসের ডুবোজাহাজ
    ‘বিমানবাহী রণতরী ঘাতক’ নামে পরিচিত রুশ অস্কার টু ক্লাসের ডুবোজাহাজ

ন্যাটো ধারণা করছে, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন তাদের বিমানবাহী রণতরীর কাছে আত্মগোপন করে আছে রাশিয়ার দুই ডুবোজাহাজ। রুশ এ দুই ডুবোজাহাজের বিমানবাহী রণতরী বিধ্বংসী সক্ষমতা আছে এবং তাদের খুঁজে বের করার জন্য হন্যে হয়ে তল্লাসি অভিযান চালাচ্ছে ন্যাটো।

সিরিয়া উপকূলের কাছাকাছি তৎপর ন্যাটো নৌবহরের নিকটবর্তী এলাকায় ‘বিমানবাহী রণতরী ঘাতক’ নামে পরিচিত রুশ অস্কার টু ক্লাসের ডুবোজাহাজ দু’টি  অবস্থান নিয়েছে বলে অনুমান করা হচ্ছে। ফরাসি বিমানবাহী জাহাজ চার্লস দ্য গলের কাছাকাছি কোথাও অস্কার টু ঘাপটি মেরে আছে বলেই ন্যাটো মনে করছে। এই একই এলাকায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারও তৎপর রয়েছে। 

সিসিলির সিগোনেলার মার্কিন ঘাটি থেকে আমেরিকান নৌবাহিনীর পি-৮ পোসেডিওন বিমান অস্কার টু খুঁজে বের করার তল্লাসি অভিযানে যোগ দিয়েছে।

মার্কিন নৌবাহিনীর পি-৮ পোসেডিওন বিমান

বিশ্বের সবচেয়ে বড় ডুবোজাহাজ হলো অস্কার টু। ১৮ হাজার টনের এ শ্রেণির ডুবোজাহাজে শতাধিক নৌসেনা থাকতে পারে। ২০০০ সালে মেরু সাগরে অস্কার টু শ্রেণির পরমাণু ডুবোজাহাজ ক্রুস্ক ডুবে ১১৮ জন রুশ নৌসেনা মর্মান্তিক ভাবে মারা গিয়েছিলেন।#  

পার্সটুডে/মূসা রেজা/১০

 

ট্যাগ