‘আমেরিকার নির্বাচনি হ্যাকিংয়ে পুতিন ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন’
(last modified Thu, 15 Dec 2016 03:35:04 GMT )
ডিসেম্বর ১৫, ২০১৬ ০৯:৩৫ Asia/Dhaka
  • ‘আমেরিকার নির্বাচনি হ্যাকিংয়ে পুতিন ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন’

মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত নির্বাচনের প্রচারাভিযানের সময় হ্যাকিংয়ের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন বলে দাবি করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। প্রেসিডেন্ট পুতিন ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করতে এ কাজ করেছেন বলে মার্কিন নিউজ চ্যানেল এনবিসি জানিয়েছে।

এ সংক্রান্ত দু’জন ওয়াকিবহাল গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে চ্যানেলটি জানিয়েছে, পুতিনের নির্দেশেই যে ডেমোক্র্যাট নেতাদের ইমেইল হ্যাক করা হয়েছিল সে ব্যাপারে তারা ‘ব্যাপকভাবে নিশ্চিত’ হতে পেরেছেন।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র এক তদন্তের ফলাফল ঘোষণা করে গত রোববার ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল,  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ঘুরিয়ে দেয়ার লক্ষ্যে রাশিয়া আমেরিকার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইমেইল হ্যাক করেছিল। ৮ নভেম্বরের নির্বাচনে শেষ পর্যন্ত ট্রাম্পই বিজয়ী হন।

২০১১ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন রাশিয়ায় অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের যথার্থতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন। মার্কিন গণমাধ্যম দাবি করছে, সেই ক্ষত কখনোই ভুলতে পারেননি পুতিন। এ ছাড়া, তিনি সেই সময়ে রাশিয়ায় অনুষ্ঠিত সরকার বিরোধী বিক্ষোভ উস্কে দেয়ার জন্য হিলারিকে দায়ী করেছিলেন।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এনবিসি’কে বলেছেন, সাম্প্রতিক নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই কথিত হ্যাকিংয়ের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

এদিকে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার চিরশত্রু রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে বলে পরোক্ষ ইঙ্গিত দিয়েছেন। এ ছাড়া, তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভালো নেতা বলে মন্তব্য করেও বিতর্কের ঝড় তুলেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫

 

ট্যাগ